×

জাতীয়

পীরগাছায় বাড়ছে ভিক্ষুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৩:৪৫ পিএম

পীরগাছায় বাড়ছে ভিক্ষুক
পীরগাছায় দিন দিন বেড়েই চলছে ভিক্ষুকের সংখ্যা। সরকারিভাবে বিভিন্ন জেলা-উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম শুরু হলেও পীরগাছায় এ ধরনের কার্যক্রম নেই। সরেজমিন দেখা গেছে, উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও হাট-বাজারগুলোতে প্রতিদিন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিক্ষা করতে আসে। অন্যদিনের চেয়ে শুক্রবার হাট-বাজার ও মসজিদগুলোর সামনে ভিড় করছেন তারা। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে এলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। মর্জিনা বেগম (৫৫) নামে এক ভিক্ষুক জানান, তার স্বামী নেই। সন্তানরা খাবার দেয় না। তাই বাধ্য হয়ে ভিক্ষা করেন। সরকার বয়স্ক এবং বিধবা ভাতা দিলেও ৩ থেকে ৬ মাস অন্তর দেয়ায় আমাদের ভিক্ষা করতে হচ্ছে। আরেক ভিক্ষুক জরিনা বেগম (৬৫) বলেন, সকাল থেকে বিভিন্ন স্থানে ভিক্ষা করে দুপুরে এখানে আসি। সব মিলিয়ে ১৫০ থেকে ২০০ টাকা ভিক্ষা করে চলে যাই। ব্যবসায়ী লেবু মিয়া ও শাহ আলম বলেন, আশপাশের উপজেলা থেকেও ভিক্ষুকরা পীরগাছায় আসছে। পীরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম (অ. দা.) বলেন, এ রকম কোনো উদ্যোগ উপজেলায় নেই। তবে কিছু উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি চালু আছে। সরকারি নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফাউজুল কবির বলেন, এ রকম কোনো প্রকল্প এখানে নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App