×

জাতীয়

দক্ষিণ সুনামগঞ্জে ১৯ প্রাথমিকে প্রধান শিক্ষক নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৩:৩৮ পিএম

দক্ষিণ সুনামগঞ্জে ১৯ প্রাথমিকে প্রধান শিক্ষক নেই
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৯ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম। এতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া উপজেলায় ৫৫৪ জন শিক্ষক কর্মরত থাকলেও ৮৫টি পদ এখনো শূন্য রয়েছে। জানা গেছে, উপজেলার অধিকাংশ ইউনিয়নে নৌকায় যাতায়াত করতে হয়। যার ফলে শিক্ষকরা চাকরিতে যোগদান করেই বদলির চেষ্টা করেন। এ উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনামগঞ্জ শহরে থাকেন। শহরাঞ্চলের শিক্ষকরা নিয়োগ পেয়ে গ্রামে শিক্ষকতা করতে চান না। এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে এ বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ পূরণ করা হোক। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান জানান, শিক্ষক সংকট থাকা সত্তে¡ও বিদ্যালয়ে পাঠদান চলছে। শিগগিরই শিক্ষক সংকট সমাধান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App