×

জাতীয়

তরুণদের জন্য আমার ভবিষ্যত উৎসর্গ করলাম : প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৪:১০ পিএম

তরুণদের জন্য আমার ভবিষ্যত উৎসর্গ করলাম : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কারণেই দেশে দৃশ্যমান উন্নতি হয়েছে। আমি এতটুকু বলতে পারি, আমরা যতদিন আছি, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার তা নেব। তরুণদের জন্য আমার ভবিষ্যত উৎসর্গ করলাম। রবিবার (২১ অক্টোবর) সকালে গণভবনে মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন- এমএনপি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তরুণদের জন্য প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার। তিনি বলেন, ২০০৮ এ সরকার আসার পরে আজকে ২০১৮ এই দশ বছরে আমরা যে মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি সেটাই তো সবচেয়ে বড় কথা। আর আজকে ডিজিটাল ব্যবস্থা করেছি, মোবাইল ফোনের কারণে দুনিয়া এখন হাতের মুঠোয়। এখন আমরা স্মার্টফোনও ব্যবহার করি। স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস আমরা বাংলাদেশেও তৈরি করেছি। এই ইন্ডাস্ট্রিটা আরো যত ব্যাপক হবে তত কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে। শেখ হাসিনা বলেন, এরই মধ্যে আমাদের পরিকল্পনা হচ্ছে ২৮টা হাইটেক পার্ক তৈরি করা। দুটো ইতিমধ্যে করা হয়ে গেছে, বাকিগুলোর কাজ চলছে। প্রযুক্তির ক্ষেত্রে এটা হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল। যত দিন যায়, তত আধুনিক প্রযুক্তি বের হয়। আমরা আর বুড়োরা কি করব, তরুণ প্রজন্মরাই সব করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App