×

জাতীয়

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আরো একটি মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১১:৫৫ এএম

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আরো একটি মামলা
তিন সহযোগীসহ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দ্বিতীয় মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ। এদিকে উদ্ধার করা হয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দখলে থাকা ৪ একর ২৪ শতাংশ জমি। গতকাল শনিবার দুপুর থেকে জমির মালিক দাবিদার মোহাম্মদ আলী নিজে উপস্থিত থেকে স্থানীয় প্রশাসনের সহায়তায় জমিটি নিজের দখলে নেন। নির্মাণ শ্রমিক নিয়ে জমির চারপাশে নির্মাণ করেন সীমানাপ্রাচীর। এ সময় অবশ্য কাউকে বাধা দিতে দেখা যায়নি। এ প্রসঙ্গে মোহাম্মদ আলী জানান, ২০০৩ সালে তিনি আশুলিয়ার বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের সামনে ৪ একর ২৪ শতাংশ জমি কেনেন। তার অভিযোগ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী হুমকি-ধমকি, ভয়ভীতি এবং ক্ষমতার দাপট দেখিয়ে জমিটি দখল করেন। পরে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালত তার পক্ষে রায়ও দেন। গত ১৫ অক্টোবর তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এদিকে শুক্রবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা হাসান ইমাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে আশুলিয়া থানায় মোট ২টি মামলা দায়ের করা হয়েছে। চাঁদাবাজি, ভাঙচুর, জমি দখল ও সাইনবোর্ড চুরির অভিযোগে ডা. জাফরুল্লাহসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন এবং গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির। এর আগে গত ১৫ অক্টোবর রাতে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে আশুলিয়া থানায় আরেকটি মামলা দায়ের করেন মানিকগঞ্জের হরিরামপুর থানার খামারহাটি গ্রামের মোহাম্মদ আলী। ওই মামলাতেও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহসহ মোট ৪ জনকে আসামি করা হয়। আশুলিয়া থানার ওসি রিজাউল হক ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। ইতোপূর্বে টেলিভিশনের টকশোতে সেনাপ্রধান সম্পর্কে অসত্য বক্তব্য দেয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফররুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। গত ১২ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মেজর এম রাকিবুল আলম এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। ওই সাধারণ ডায়েরিটি গত সোমবার রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App