×

পুরনো খবর

চালু হয়নি আশুগঞ্জ তাপবিদুৎ কেন্দ্রের ২ ইউনিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৭:০০ পিএম

চালু হয়নি আশুগঞ্জ তাপবিদুৎ কেন্দ্রের ২ ইউনিট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার ৮ ঘণ্টার মধ্যে ১২টি ইউনিট চালু হয়েছে। তবে ওই কেন্দ্রের দুই ইউনিট এখনো সচল হয়নি।

রোববার বিকাল সাড়ে ৪টার মধ্যে নিজস্ব প্রকৌশলীরা ৮ ইউনিট চালু করে। তবে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপ ও ১৫০মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন‌ ইউনিট ৩ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইউনিট চালু করতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে সবকটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে ১১৪৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছিল। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার ৮ ঘণ্টার মধ্যে ১২টি ইউনিট চালু করতে পারায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে চলেছে।

আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিকট শব্দে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে বন্ধ হওয়া ১৪ টি ইউনিটের মধ্যে কারখানার নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা করে সকাল ১০ টার মধ্যে ৯টি ইউনিট চালু করতে সক্ষম হন।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে হঠাৎ করে আশুগঞ্জ-কিশোরগঞ্জ জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে বিকট শব্দে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে বিদ্যুৎ কেন্দ্রের ১২টি ইউনিট তালু করতে পারলেও এখনো বন্ধ রয়েছে দুই ইউনিট। এটি চালু করতে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ অব্যাহত রেখে চালু করার চেষ্টা করছেন। যে কোনো সময়ের মধ্যেই বন্ধ হওয়া ৫টি ইউনিট চালু হয়ে যাবে।

তিনি আরও বলেন, চাহিদা কম থাকায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট বন্ধ থাকলেও বিদ্যুতের কোনো ঘাটতি হবে না। আশপাশের এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ লোডশেডিং দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App