×

জাতীয়

গ্রামীণফোনের ‘কলড্রপ’ নিয়ে সংসদে বাণিজ্যমন্ত্রীর ক্ষোভ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৮:২৬ পিএম

গ্রামীণফোনের ‘কলড্রপ’ নিয়ে সংসদে বাণিজ্যমন্ত্রীর ক্ষোভ
দেশের অন্যতম টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের ‘কলড্রপ’ নিয়ে তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, গ্রামীণফোন ব্যবসার জন্য কলড্রপ করে। একটা কলে ৪ থেকে ৫ বার কলড্রপ, এটা বাস্তব সম্মত না। এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। রোববার (২১ অক্টোবর) রাতে দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয় নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণফোনকে বেসরকারি খাতে দিয়েছিলেন। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, গ্রামীণফোনের প্রত্যেকটা কলে ৪ থেকে ৫ বার ড্রপ হয়। এ ব্যাপারে গ্রামীণফোন কর্তৃপক্ষকেও অনুরোধ করেছি। তিনি বলেন, অনেক সময় দেখায় যায় একটা গুরুত্বপূর্ণ কথা বলছি হঠাৎ কলড্রপ। এছাড়া আমাদের রোমিং করা সিম দেখা যায় বিদেশে একটা ফোন করলে হঠাৎ কলড্রপ। এ বিষয়টি ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারকে দেখার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তারা ব্যবসার জন্য কলড্রপ করে। তাও আবার ৪ থেকে ৫ বার। সুতরাং গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এর ব্যবস্থা নিতে হবে। মন্ত্রী বলেন, আরও অনেক ফোন কোম্পানি আছে। গ্রামীণফোন অন্যায়ভাবে ব্যবসার জন্য কলড্রপ করবে, এটা বাস্তব সম্মত না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App