×

জাতীয়

ইলিয়াস আকরামের ‘সুরের ঝরণা ধারা’ এর মোড়ক উন্মোচন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৭:৩৩ পিএম

সিলেটের তরুণ গীতিকবি ও সাংবাদিক ইলিয়াস আকরামের গানের বই ‘সুরের ঝরণা ধারা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর দাড়িয়াপাড়ায় ‘শ্রীহট্ট প্রকাশ বইমেলা’ মঞ্চে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক আব্দুল হাই আল হাদী। স্বাগত বক্তব্য রাখেন শ্রীহট্ট প্রকাশের কর্ণধার লেখক ও গবেষক জিবলু রহমান। ‘সুরের ঝরণা ধারা’ বই নিয়ে আলোচনা করেন লোকসঙ্গীত শিল্পী শামীম আহমদ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াস আকরামের পৃষ্ঠপোষক যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল কবীর, প্রবীণ সাংবাদিক আ ফ ম সাঈদ, দৈনিক ভোরের কাগজের সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদ, সাংবাদিক মনজুর আহমদ, কণ্ঠশিল্পী জুয়েল আহমদ ও মামুন পারভেজ, গীতিকার খুকন ফকির প্রমুখ। মোড়ক উন্মোচনের পর ‘সুরের ঝরণা ধারা’ বই থেকে গান পরিবেশন করেন শিল্পী শামীম আহমদ, ইফতেহার আলম অপু ও ইলিয়াস আকরাম। অনুষ্ঠানে সংক্ষিপ্ত পুঁথিপাঠ করেন ইলিয়াস আকরামের বাবা ফয়জুর রহমান। সুরের ঝরণা ধরা বইটি প্রকাশ করেছে শ্রীহট্ট প্রকাশন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলছে। ইলিয়াস আকরামের বেড়ে ওঠা বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী জেলা সিলেটের গোয়াইনঘাটে। পিয়াইন ও সারী নদীর মোহনায়। নদীর স্বচ্ছ ধারা, জৈন্তিয়া পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো সাদা মেঘের দল আর ঝর্ণার রিমঝিম ছন্দ ইলিয়াস আকরামকে প্রকৃতির সঙ্গে মিশে যেতে আহ্বান করে। ইলিয়াস আকরাম সারী নদীর পাড়ে বসে প্রকৃতির সঙ্গে প্রাণ খুলে কথা বলেন। তাই সৃষ্টির অধিকাংশই হচ্ছে পরমাত্মার প্রতি তার প্রেমের ভাব বিনিময়ের উপলক্ষ। এ ছাড়া তিনি মানবপ্রেম, দেশ ও জীবনমুখী গান লিখে থাকেন। সে গানের এক মলাটবদ্ধ সংকলন ‘সুরের ঝরণ ধারা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App