×

খেলা

লঙ্কানদের হারাল যুবারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ০৪:৩৯ পিএম

লঙ্কানদের হারাল যুবারা
শ্রীলঙ্কা সফরের প্রথম চার দিনের ম্যাচে লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলকে ১৩ রানে হারিয়ে শুভ সূচনা করেছেন যুবা টাইগাররা। যদিও শেষদিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১১৫ রানে অলআউট হন বাংলাদেশের যুবারা। কিন্তু শেষ ইনিংসে লঙ্কানদের ১২৩ রানে গুটিয়ে দিয়ে ১৩ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে আরো একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে তৌহিদ হৃদয়রা। কলম্বোর নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে ১ উইকেট হারিয়ে ১৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশের যুবারা। লিড ছিল ৩৯ রানের। কিন্তু গতকাল শুক্রবার দিনের শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসের ৪৫.২ ওভারে ১১৫ রানেই সব উইকেট হারান টাইগার যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আকবর আলী। লঙ্কানদের হয়ে ১৯ রান খরচে ৪ উইকেট নেন স্পিনার আশিয়ান ড্যানিয়েল। ৩ উইকেট নেন রোহান সাঞ্জায়া। মাত্র ১১৫ রানে অলআউট হলেও বাংলাদেশের লিড দাঁড়ায় ১৩৬ রানের। কিন্তু যুবা টাইগারদের দাপুটে বোলিংয়ে এই রান করতেও ব্যর্থ হয় লঙ্কানরা। মূলত শাহীন আলম আর রাকিবুল হাসানের বোলিং তোপেই মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দুজনেই পেয়েছেন ৩টি করে উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম ও শামিম হোসেন। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩০৯ রানের জবাবে ২৮৮ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৬৫ রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে টপকে লিড নিতে পারেনি লঙ্কান যুবারা। তৃতীয় দিনে বাকি ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২২৩ রান। লঙ্কানদের পক্ষে একমাত্র পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সোনাল দিনুশা। সেটিকে তিনি সেঞ্চুরিতে রূপ দেন। ২০২ বলে করেন ১০০ রান। টাইগার যুবাদের পক্ষে ৩টি করে উইকেট নেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও রাকিবুল হাসান। শরীফুল ইসলাম ও শাহীন আলম নেন দুটি করে উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App