×

অর্থনীতি

ফের বন্ধ আখাউড়া স্থলবন্দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ১০:৩৭ পিএম

ফের বন্ধ আখাউড়া স্থলবন্দর

পূজার ছুটি শেষে খোলার আগেই ফের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। ছয়দিন বন্ধ থাকার পর রোববার থেকে এ বন্দর দিয়ে ভারতের আগরতলায় পণ্য রফতানির কথা ছিল।

তবে আগরতলা বন্দরে আমদানি-রফতানিকারক সংগঠনের নতুন কমিটি গঠন ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য নিতে অনীহা প্রকাশ করেছেন সেখানকার ব্যবসায়ীরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার পণ্য আমদানি-রফতানি শুরুর কথা ছিল। কিন্তু হঠাৎ করে আগরতলার ব্যবসায়ীরা জানিয়েছেন তারা ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো পণ্য নেবেন না। তবে ২৬ অক্টোবর থেকে পণ্য নেবেন বলে জানিয়েছেন। হঠাৎ করে আগরতলার ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের কারণে বেশ কয়েকটি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়।

তবে এ সময়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App