×

বিনোদন

ঢাকার মঞ্চে প্রেম ও বিরহের দুই নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ০২:৪০ পিএম

ঢাকার মঞ্চে প্রেম ও বিরহের দুই নাটক
বিজয়া দশমীর সন্ধ্যায় ঢাকার মঞ্চে প্রদর্শিত হলো প্রেম ও বিরহের দুটি আলোচিত নাটক। এর মধ্যে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয়েছে নাট্যম রেপার্টরির ষষ্ঠ প্রযোজনা ‘ডিয়ার লায়ার’। আর মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে মণিপুরী থিয়েটারের সাড়া জাগানো প্রযোজনা ‘কহে বীরাঙ্গনা’। ‘ডিয়ার লায়ার’-এর গল্পটি পুরনো। ১৮ শতকের শেষ, ১৯ শতকের শুরু তখন। খ্যাতনামা সাহিত্যিক ও নাট্যকার জর্জ বার্নার্ড শ এবং ওই সময়ের বিখ্যাত মঞ্চ অভিনেত্রী প্যাট্রিক ক্যাম্পবেলের মধ্যে গভীর প্রেম চলছিল। পরস্পরকে পাঠানো চিঠিগুলো থেকেই সেটা জানা যায়। ‘ডিয়ার লায়ার’ নাটকটি তাদের আলোচিত সেই প্রেমপত্রগুলো থেকেই লেখা। মার্কিন লেখক জেরোম টিমোথি কিল্টির লেখাটি বাংলায় অনুবাদ করেছেন আবদুস সেলিম। আইরিন পারভিন লোপার নির্দেশনায় গতকাল মঞ্চে বার্নার্ড শ ও প্যাট্রিক সেজে চিঠি চালাচালি করলেন দুই প্রজন্মের দুই অভিনয়শিল্পী আতাউর রহমান ও অপি করিম। নাটক শুরুর আগে আতাউর রহমান বলেন, ‘ডিয়ার লায়ার’ মূলত মঞ্চাভিনয় এবং পাঠাভিনয়ের মিশেল। চিঠিগুলো হাতে থাকবে ঠিকই, তবে তা দেখে পড়া হবে না। চিঠি প্রপসের অংশ। অভিনয়ের মাধ্যমেই গল্প এগিয়ে যাবে। নাটকটি ১ ঘণ্টা ১০ মিনিটের মতো হবে। অন্যদিকে গত ৮ বছর ধরে ‘কহে বীরাঙ্গনা’র মঞ্চায়ন করছে দেশের অন্যতম স্বনামধন্য নাট্য সংগঠন মণিপুরী থিয়েটার। শুধু দেশেই নয়, ভারতের আসাম, ত্রিপুরা আর কলকাতার দর্শকও নিজেদের মঞ্চে উপভোগ করেছে এটি। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ নিয়ে তৈরি মঞ্চনাটক ‘কহে বীরাঙ্গনা’। নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এক ঘণ্টার এ নাটকে একক অভিনয় করেন জ্যোতি সিনহা। বিরহিনী চার নারীর মর্মযাতনা ও ক্রন্দনের ভেতর দিয়ে নাটকটিতে চিরন্তন প্রেমের জয়গান প্রকাশ পেয়েছে। মহাভারতের চারজন নারীর স্বগত সংলাপকে ভিত্তি করেই নাটকটি রচিত হয়েছে। চারটি পর্ব রয়েছে ‘কহে বীরাঙ্গনা’য়- দুষ্মন্তের প্রতি শকুন্তলা, অর্জুনের প্রতি দ্রৌপদী, জয়দ্রথের প্রতি দুঃশলা ও নীলধ্বজের প্রতি জনা। প্রেমাকুল, ঈর্ষান্বিত, শান্তিপ্রিয়, প্রতিশোধস্পৃহসহ নানা চারিত্রিক বৈশিষ্ট্যে আঁকা হয়েছে নারীকে। সবকিছুর মধ্য দিয়ে যে বাণী ঘোষিত হয়, তার মর্মে থাকে যুদ্ধ নয়, প্রেমেই মানুষের প্রকৃত মুক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App