×

তথ্যপ্রযুক্তি

স্যামসাং আনল গ্যালাক্সি বুক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:০৪ পিএম

স্যামসাং আনল গ্যালাক্সি বুক ২
কয়েক সপ্তাহ আগেই মাইক্রোসফট তাদের নতুন ডিভাইস সারফেস প্রো ৬ নিয়ে এসেছে। এবার ঠিক তারই আদলে স্যামসাং নিয়ে আসলো গ্যালাক্সি বুক ২।‘টু ইন ওয়ান উইন্ডোজ’ ব্যবহারের জন্য এটিতে এক নতুন নকশা করা হয়েছে যা সারফেস প্রো ৬ এর অনেকটাই কাছাকাছি।৭.৬২ মিলিমিটার পুরুত্বের ডিভাইসটির ওজন মাত্র ৮৪০ গ্রাম। তবে ডিজাইন খুব বেশি নজর দেয়নি স্যামসাং। ডিসপ্লের চারদিকে থাকছে বেজেল।তবে নতুন এই ডিভাইসে এস পেন ব্যবহারের সুবিধা দিচ্ছে স্যামসাং। একই সঙ্গে এতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। কি বোর্ড ব্যবহার করা যাবে ট্যাবলেটের মতো করে।গ্যালাক্সি বুক২ ডিভাইসে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫০ প্রসেসর। পাওয়া যাবে দীর্ঘ ব্যাটারি লাইফ, বিল্টইন হিসেবে থাকছে দ্রুতগতির এলটিই সংযোগ ব্যবহারের সুবিধা, যা ক্রোমবুক প্লাস ভি২ এবং গ্যালাক্সি ট্যাব এস৪ এ রয়েছে। এতে মোবাইল বা অন্য ডিভাইস থেকে ওয়াইফাই বা হটস্পট করে নেট ব্যবহার আরও সহজ করেছে প্রতিষ্ঠানটি।ডিভাইসটিতে রয়েছে ১২ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। যার রেজুলেশন ২১৬০*১৪৪০ পিক্সেল। দুটি একেজি স্পিকার। ৪ জিবি র‍্যামের সঙ্গে ১২৮ জিবির এসএসডি মেমোরি। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।রয়েছে দুটি টাইপ সি পোর্ট। ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। পিছনে আট মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সঙ্গে সামনে থাকছে ভিডিও চ্যাটের জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।অ্যালুমিনিয়াম বডির ডিভাইসটির দাম এক হাজার ডলার রাখার কথা বলেছে স্যামসাং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App