×

খেলা

সৌম্য-তাসকিন ঝলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:৫১ পিএম

সৌম্য-তাসকিন ঝলক
ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে দলে জায়গা করে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রিকেট থেকে যে একেবারে হারিয়ে যাননি এই দুই ক্রিকেটার তারই প্রমাণ দিলেন এনসিএলের তৃতীয় রাউন্ডের খেলায়। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। দুই ইনিংসে ব্যাট হাতে করেছেন ১৪৭ রান। বল হাতে নিয়েছেন ৫টি উইকেট। এদিকে ঢাকা মেট্রোপুলিশের হয়ে ৫টি উইকেট নিয়েছেন তাসকিনও। আর ঘরোয়া ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১১ হাজার রান করার কৃতিত্ব অর্জন করলেন তুষার ইমরান। দেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারি ক্লাবের মালিক হয়েছিলেন তিনি। তৃতীয় রাউন্ডের প্রতিটি ম্যাচই ড্র হয়েছে। ব্যাট হাতে নিজেকে কোনোভাবেই প্রমাণ করতে পারছিলেন না সৌম্য সরকার। জাতীয় দলে অভিষেকের পর ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন তিনি। যে কারণে জাতীয় দলেও জায়গা হারিয়েছেন উদীয়মান এই ওপেনার। এশিয়া কাপে দলের প্রয়োজনে ডাকা হলেও পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুই ম্যাচে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি। তবে এনসিএলে ঠিকই বাজিমাত করলেন সৌম্য। দ্বিতীয় রাউন্ডের খেলায় সেঞ্চুরি করার পাশাপাশি তৃতীয় রাউন্ডের দুই ইনিংসে করেছেন ১৪৭ রান। সেই সঙ্গে বল হাতে ৫টি উইকেট নেন। খুলনা ডিভিশন-রংপুর ডিভিশন মধ্যকার ম্যাচটি ড্র হয়। খুলনা তাদের দুই ইনিংসে করেছে ৩০৪ রান এবং ৩৩৪ রান। আর রংপুর নিজেদের দুই ইনিংসে করেছে ৩১৫ এবং ৯১ রান। এদিকে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে নিজের হারানো ফর্ম ফিরে পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল থেকে ছিটকে পড়া পেসার তাসকিন আহমেদ। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে একে একে তিনি সাজঘরে ফেরান চট্টগ্রামের ৫ জন ব্যাটসম্যানকে। সাদিকুর রহমান, ইয়াসির আলি, তাসামুল হক, মাহিদুল ইসলাম আকন এবং শাখাওয়াত হোসেনকে প্যাভিলিয়নের পথ দেখান ডান হাতি এই পেসার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App