×

খেলা

ফিরছেন তামিম!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:৫৭ পিএম

ফিরছেন তামিম!
তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে মাসাকাদজারা। ২১ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে নভেম্বরে বাংলাদেশের মাটিতে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। গতকাল আশার কথা শুনিয়েছেন তামিম ইকবাল। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি প্রায় ৭ সপ্তাহের বেশি সময়। চার সপ্তাহ পরে হাতের ক্যাপ খুলে ফেলা হলে পরবর্তী তিন সপ্তাহ নেটে ব্যাটিং অনুশীলন করবেন মারকুটে ওপেনার তামিম ইকবাল । তখন হাতে কোনো ব্যথা অনুভ‚ত না হলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে খেলবেন তিনি। যদি তা নাও হয় তবে সিরিজের তৃতীয় ভাগ অর্থাৎ টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন তিনি। এ ছাড়াও বিসিবির অন্যতম পরিচালক আকরাম খান জানান, দ্বিতীয় ভাগ অর্থাৎ ওয়ানডে সিরিজের মধ্য দিয়েই ফিরবেন তামিম। কিন্তু ইনজুরি আক্রান্ত তামিম ইকবালকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলতে হবে বাংলাদেশকে। তামিম নিজেই জানিয়েছেন, এক মাসের মধ্যে ব্যাট ধরার সুযোগ নেই তার। বর্তমানে হাতে রাবারের একটি রিহ্যাব ক্যাপ রয়েছে, যা কিনা রাখতে হবে আরো চার সপ্তাহ। এটি খোলার পরেই হয়তো নামতে পারবেন ব্যাট নিয়ে। ব্যথা হাতে ব্যাটিংয়ের সুবিধার জন্য তিনি ভারতের বিখ্যাত ‘ভ্যাম্পায়ার’ কোম্পানির কাছ থেকে বিশেষায়িত ২৬ জোড়া গ্লাভস অর্ডার করেছেন। যা কিনা তার ব্যাটিংয়ের জন্য আরামদায়ক হবে। এসব গ্লাভসে আঙুলের উপরে বাড়তি একটা আবরণ দেয়া থাকবে যে কারণে সেখানে বল লাগলেও তেমন আঘাত অনুভূত হবে না। তা ছাড়া ভ্যাম্পায়ার কোম্পানি অনেক আগে থেকেই তামিমের প্যাড এবং গ্লাভসের স্পন্সর। তারা সবসময়ই তামিমকে ৪-৫ সেট গ্লাভস ও প্যাড ফ্রিতেই দিয়ে থাকে। কিন্তু এখন ২৬ জোড়া অর্ডার করেছেন তামিম নিজে। পছন্দমতো বিভিন্ন রঙ ও ডিজাইনে বাড়তি টাকা দিয়েই এটি করিয়ে নিচ্ছেন। বিশ্বকাপের ট্রফি মিরপুর হোম অব ক্রিকে?টে এলে সেখানে সময়মতো আসতে পারেননি তামিম। হাতের ইনজুরি ও ব্যান্ডেজের অস্বস্তি তো আছে। কিন্তু তাই বলে ট্রফি ছোঁয়া তো মিস করা যায় না। তাই ড্রে?সিং রুমের সামনে তার জন্যই ট্রফিটি নেয়া হয়। আর সেখানেই স্বপ্নের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি একহাতে তুলে ধরলেন এই টাইগার ওপেনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App