×

জাতীয়

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ধর্মমন্ত্রীকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৯:১৫ পিএম

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ধর্মমন্ত্রীকে

হার্টের সমস্যা, জ্বর ও শারীরিক নানা জটিলতার জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এজন্য সিঙ্গাপুর থেকে ভাড়া করে একটি হেলিকপ্টার ঢাকায় আনা হয়েছে। রাত আনুমানিক ১০টার দিকে সেটি মন্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেবে। সেখানে তাঁকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হবে।

ধর্মমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মোরশেদ রহমান ও ব্যক্তিগত কর্মকর্তা মু. আবু সাঈদ এই তথ্য জানিয়েছেন।

এখন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে ডা. মোরশেদ রহমান বলেন, আলহামদুলিল্লাহ এখন ভালো। হিউম্যান বডি, বলা তো যায় না। তাঁর হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জ্বর ছাড়াও শারীরিক জটিলতার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

ব্যক্তিগত কর্মকর্তা মু. আবু সাঈদ ধর্মমন্ত্রীর রোগমুক্তির জন্য সাংবাদিকদের মাধ্যমে দোয়া চেয়েছেন। তিনি জানান, হেলিকপ্টারে করে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। রাত ১০টা নাগাদ প্রস্তুতি শেষ হতে পারে। এরপর তাঁকে হেলিকপ্টারে তোলা হবে।

এর আগে জ্বর নিয়ন্ত্রণের বাইরে গেলে গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহ থেকে হেলিকপ্টারে করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App