×

অর্থনীতি

বিমায় লাইফ ফান্ড ও রিজার্ভ ৩৪ হাজার কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:৩৩ পিএম

বিমায় লাইফ ফান্ড ও রিজার্ভ ৩৪ হাজার কোটি টাকা
২০১৭ সাল নাগাদ দেশের লাইফ ও নন-লাইফ বিমা খাতে ফান্ড ও রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৮৩ কোটি ৩১ লাখ টাকা। এরমধ্যে লাইফ বিমা কোম্পানিগুলোর ফান্ডের পরিমাণ ৩০ হাজার ৭৫২ কোটি ১৬ লাখ টাকা এবং নন-লাইফ বিমা কোম্পানিগুলোর রিজার্ভের পরিমাণ ৩ হাজার ১৩১ কোটি ১৪ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ২০০৯-২০১৭ সাল পর্যন্ত লাইফ ফান্ড ও রিজার্ভের পরিমাণ বাড়লেও কমছে প্রবৃদ্ধির হার। ২০১০ সালে লাইফ ফান্ডে প্রবৃদ্ধির হার ছিল ২৬.৮০ শতাংশ। যা ২০১৭ সালে এসে দাঁড়িয়েছে ৪.১৯ শতাংশে। অন্যদিকে নন-লাইফ খাতে ২০১০ সালে রিজার্ভের প্রবৃদ্ধি ছিল ৪৬.১৬ শতাংশ। যা ২০১৭ সালে এসে দাঁড়িয়েছেÑ ১০. ৯২ শতাংশে। বর্তমান লাইফ ফান্ড ও রিজার্ভের সম্মিলিত প্রবৃদ্ধি ২.৫৮ শতাংশ, যা ২০১০ সালে ছিল ২৮.৫১ শতাংশ। সূত্র জানায়, ২০০৯ সালে লাইফ বিমা খাতে ফান্ডের পরিমাণ ছিল ১১ হাজার ৬৬০ কোটি ৬ লাখ টাকা। ২৬.৮০ শতাংশ প্রবৃদ্ধি হয়ে ২০১০ সালে লাইফ ফান্ড দাঁড়ায় ১৪ হাজার ৭৮৪ কোটি ৯৬ লাখ টাকা। এরপর ২০১১ সালে ১৯.৫৫ শতাংশ বেড়ে ১৭ হাজার ৬৭৫ কোটি ৯৭ লাখ টাকা, ২০১২ সালে ১৮.২২ শতাংশ বেড়ে ২০ হাজার ৮৯৫ কোটি ৬৬ লাখ টাকা, ২০১৩ সালে ১৪.২৪ শতাংশ বেড়ে ২৩ হাজার ৮৭১ কোটি ৫৭ লাখ টাকা এবং ২০১৪ সালে ১১.৪৯ শতাংশ বেড়ে লাইফ ফান্ড দাঁড়ায় ২৬ হাজার ৬১৩ কোটি ৫৯ লাখ টাকা। এরপর ২০১৫ সালে এসে লাইফ ফান্ডের প্রবৃদ্ধির হার ব্যাপকভাবে কমে যায়। বছরের ব্যবধানে লাইফ ফান্ডের প্রবৃদ্ধি ৪.৯২ শতাংশ কমে দাঁড়ায় ৬.৫৭ শতাংশ। আর ২০১০ সালের তুলনায় কমে যায় ২০.২৩ শতাংশ। বছরটিতে লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ৩৬১ কোটি ৬৩ লাখ টাকা। এরপর ২০১৬ সালে ৪.০৭ শতাংশ বেড়ে ২৯ হাজার ৫১৪ কোটি ৮১ লাখ টাকা এবং ২০১৭ সালে ৪.১৯ শতাংশ বেড়ে ৩০ হাজার ৭৫২ কোটি ১৬ লাখ টাকা দাঁড়ায় লাইফ ফান্ড। অন্যদিকে নন-লাইফ খাতে ২০০৯ সালে রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ১৩১ কোটি ৭৮ লাখ টাকা। ৪৬.১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়ে ২০১০ সালে রিজার্ভ দাঁড়ায় ১ হাজার ৬৫৪ কোটি ১৮ লাখ টাকা। তবে পরের বছরেই রিজার্ভের প্রবৃদ্ধি কমে যায় ৩৪.৫১ শতাংশ। অর্থাৎ ২০১১ সালে ১১.৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়ে রিজার্ভ দাঁড়ায় ১ হাজার ৮৪৬ কোটি ৯৭ লাখ টাকা। ২০১২ সালে ১৭.৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়ে রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ১৭১ কোটি ৯৯ লাখ টাকা। সূত্র আরো জানায়, ২০১৩ সালে রিজার্ভে প্রবৃদ্ধি দাঁড়ায় ১৩.২৩ শতাংশ। আর রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪৫৯ কোটি ২৮ লাখ টাকা। ২০১৪ সালে ১৫.৮১ শতাংশ বেড়ে রিজার্ভ ২ হাজার ৮৪৮ কোটি ৬ লাখ টাকা দাঁড়ায়। ২০১৫ সালে ১০.৬১ শতাংশ বেড়ে ৩ হাজার ১৫০ কোটি ২২ লাখ টাকা এবং ২০১৬ সালে ১১.৫৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৫১৫ কোটি ২ লাখ টাকা দাঁড়ায় রিজার্ভ। তবে ২০১৭ সালে এসে রিজার্ভের প্রবৃদ্ধি যাত্রা করে উল্টো পথে। বছরটিতে রিজার্ভের প্রবৃদ্ধি ২২.৫ শতাংশ কমে দাঁড়ায়Ñ ১০.৯২ শতাংশ। যা ২০১০ সালের তুলনায় ৫৭.০৮ শতাংশ কম। বছরটিতে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ১৩১ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে রিজার্ভ কমে যায় ৩৮৩ কোটি ৮৮ লাখ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App