×

তথ্যপ্রযুক্তি

বাড়ছে ফোরজি’র গ্রাহক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ পিএম

বাড়ছে ফোরজি’র গ্রাহক
চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারেনেট সেবা চালুর পর থেকে তৃতীয় প্রজন্মের গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে।সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন থ্রিজির নতুন গ্রাহক পাওয়া যাচ্ছে। একই সঙ্গে অবশ্য অনেক গ্রাহক থ্রিজি থেকে ফোরজিতে বেরিয়ে যাচ্ছেন। এ কারণে থ্রিজির মোট গ্রাহক সংখ্যা পড়তির দিকে।অপারেটরগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রবণতাকে খুবই স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের বলছে, জুন পর্যন্ত টানা চার মাস দেশে থ্রিজি ইন্টারনেট সংযোগের পরিমাণ একটু একটু করে কমেছে। অর্থবছরের শেষে থ্রিজি সংযোগ ছিল ছয় কোটি ৪৮ লাখ ৬৯ হাজার।ফেব্রুয়ারি মাসে ফোরজি চালু হওয়ার সময় এ সংযোগ ছিল ছয় কোটি ৬৫ লাখ ৯২ হাজারের ওপরে।এদিকে জুনের শেষে ফোরজি গ্রাহকের সংখ্যা ছিল ৬০ লাখ। এখন যা এক কোটির খুব কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছে বিটিআরসি। ১৯ ফেব্রুয়ারি দেশে চতুর্থ প্রজেন্মর সেবার যুগ শুরু হয়। এপ্রিল মাসের মাঝামাঝি পর্যায়ে আসতে ফোরজি সংযোগ ২৫ লাখে পৌঁছায়। এর পর থেকে আরও দ্রুতগতিতে নেটওয়ার্কের সম্প্রসারণ হচ্ছে এবং গ্রাহক আগের চেয়েও বেশি আসছে ফোরজিতে-এমনটাই জানান কমিশনের কর্মকর্তারা।থ্রিজিকে ব্যবসা সফল না করতে পারলেও ফোরজি নিয়ে অপারেটরগুলোর স্বপ্ন অনেক বড়। গ্রাহককে ফোরজির প্রতি আকৃষ্ট করতে তারা নানা ধরণের অফারও দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App