×

খেলা

বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে জিম্বাবুয়ের: মাসাকাদজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:০২ পিএম

বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে জিম্বাবুয়ের: মাসাকাদজা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে জিম্বাবুয়ে দল। গতকাল বুধবার দুপুর থেকে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করছে দলটি। অনুশীলনের ফাঁকে জিম্বাবুয় দলের অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিলটন মাসাকাদজা মুখোমুখি হন গণমাধ্যমের। জিম্বাবুয়ের অভিজ্ঞ এ ক্রিকেটার মনে করেন বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে তাদের।

বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে কি না এমন প্রশ্নে মাসাকাদজা বলেন, ‘হ্যাঁ অবশ্যই। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের ভালো করার মতো প্লেয়ার আছে। আমাদের কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে এসেছে। একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটাররাও আছে। হ্যাঁ, আমি মনে করি এখানে ম্যাচ জেতার মতো দল আমাদের আছে।’ মাসাকাদজার কাছে এ সিরিজ অনেক গুরত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি এই সিরিজটিকে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ বলব। দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। দুই দলই একে অপরের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছে। আমরা আশা করছি একটা প্রতিযোগিতাপূর্ণ সিরিজ হবে, প্রতিবার যেমন হয়ে থাকে।’

গত মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। জিম্বাবুয়ের অভিজ্ঞ এ ক্রিকেটার বাংলাদেশের বর্তমান পারফরমেন্স নিয়ে বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো দল। তারা গত কয়েক বছরে সেটার প্রমাণ রেখে আসছে। এখানে এসে খেলা সবসময়ই কঠিন। আমরা বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি, বাকি দেশগুলোর তুলনায়। সেই দিক থেকে আমরা মানসিকভাবে ভালো অবস্থানে আছি। এই জন্যই আমি বিশ্বাস করি, এই সিরিজটি খুবই প্রতিযোগিতা পূর্ণ হবে।’

২১ তারিখ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর হোম অব ক্রিকেটে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সিরিজের বাকি দুটি ম্যাচ ২৪ ও ২৬ তারিখ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App