×

ভারত

টাকা ও স্বর্ণ দিয়ে মোড়ানো প্রতিমা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ১০:১০ পিএম

টাকা ও স্বর্ণ দিয়ে মোড়ানো প্রতিমা!

ভারতে প্রতিবছর মহাধুমধামে পালিত হয় দূর্গাপুজা। এবারো তার ব্যতিক্রম হয়নি। দেশটির বিশাখাপত্তনমের ‘বাসবী শ্রী কন্যাকা পরমেশ্বরী’ নামের মন্দিরের মূর্তি ও তার চারপাশ মোড়ানো হয়েছে টাকা দিয়ে।

দূর্গাপুজার দশদিনে দশ অবতারে সাজানো হয় মূর্তিকে। নবরাত্রির দিনেই মূর্তিকে মুড়ে দেয়া হয়েছিলো টাকা দিয়ে। মহালক্ষী অবতারকে টাকা আর সোনা দিয়ে সাজানো হয়। এছাড়া মূর্তিটিকে পরানো হয়েছে আট কেজি সোনার গয়না এবং সাড়ে চার কোটি টাকা দিয়ে তাকে মুড়ে দেয়া হয়।

যেসব অবতারে এই মন্দিরে দেবীকে পুজো করা হয় সেগুলি হল: বালত্রীপুরা সুন্দরী দেবী, অন্নপূর্ণা দেবী, ললিতা দেবী, গায়ত্রী দেবী, মহালক্ষী দেবী, গঙ্গা দেবী, গৌরাম্মা দেবী, রাজমাথঙ্গী দেবী, কলকাতা কালী মাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App