×

তথ্যপ্রযুক্তি

কিন্ডেলের পেপারহোয়াইট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:৫১ পিএম

কিন্ডেলের পেপারহোয়াইট
নতুন মডেলের ই-বুক রিডার উন্মোচন করেছে অ্যামাজন। কিন্ডেল সিরিজের নতুন ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পেপারহোয়াইট। মঙ্গলবার উন্মোচনের পরপরই ডিভাইসটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পেপারহোয়াইটের বিশেষত্ব হলো এটা ২ মিটার পানির নিচে ৬০ মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখলেও সচল থাকবে। তাই লেক বা সুইমিংপুলের পাশে বসে ডিভাইসটিতে বই পড়লেও পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না। এতে আছে ৬ ইঞ্চির হাইরেজুলেশন সমৃদ্ধ ডিসপ্লে। ‌আগের কিন্ডেল ডিভাইসগুলোর চেয়ে এর স্টোরেজ ক্ষমতা দুই গুণ বেশি বাড়ানো হয়েছে। এতে থাকছে ৮ জিবি স্টোরেজ। আর যারা বড় আকারের অডিওবুক ফাইল, কমিস ও ম্যাগাজিন সংরক্ষণে রাখতে চান তাদের জন্য আনা হয়েছে ৩২ জিবি স্টোরেজ সম্বলিত কিন্ডেল। ডিভাইসটির ওজন মাত্র ১৮২ গ্রাম। ওয়্যারলেস হোডফোন বা স্পিকার চালানোর জন্য এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি।পেপারহোয়াইট কিনে অ্যামাজনের ই-বুক লাইব্রেরি কিন্ডেল আনলিমিটেডে ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন সেবা পাওয়া যাবে। ই-বুক রিডারটির দাম শুরু হবে ১২৯ ডলার বা ১০ হাজার ৮৩৬ টাকা থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App