×

আন্তর্জাতিক

আফগানিস্তানে দেহরক্ষীর গুলিতে পুলিশ প্রধান ও গভর্নর নিহত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৯:১৭ পিএম

আফগানিস্তানে দেহরক্ষীর গুলিতে পুলিশ প্রধান ও গভর্নর নিহত
আফগানিস্তানে কান্দাহার প্রদেশের গভর্নর প্রাঙ্গণে দেহরক্ষীর গুলিতে পুলিশ প্রধান জেনারেল আব্দুর রাজিক নিহত হয়েছেন। এই ঘটনায় কান্দাহারের গভর্নর জালমাই ওয়েসা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার স্থানীয় কমান্ডার নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার আলজাজিরা জানিয়েছে। তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। আব্দুর রাজিক কান্দাহারে তালেবানের আতঙ্ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন। কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলের প্রধান জান খাকরেযওয়াল বলেছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রদেশের পদস্থ কর্মকর্তারা নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে বসেছিলেন। সেখানে বিদেশি অতিথিরাও ছিলেন। বৈঠক শেষ হওয়ার পরপরই গভর্নরের দেহরক্ষী গুলি শুরু করেন। এতে পুলিশ প্রধান, গর্ভনর এবং প্রাদেশিক গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। তবে মার্কিন জেনারেল স্কট মিলার অক্ষত আছেন। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আফগানিস্তানে আগামী ২০ অক্টোবর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তালেবান এই নির্বাচন বয়কট করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App