×

খেলা

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকাচ্ছন্ন ক্রিকেটাররাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৭:৩৫ পিএম

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকাচ্ছন্ন ক্রিকেটাররাও

সকাল ৯টায় শুরু হওয়ার কথা ক্রিকেটারদের প্রস্তুতি। জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি নেয়া শুরু করেছিল তারা আরও তিনদিন আগে থেকে। যথারীতি আজ সকালেও মাঠে নেমে পড়েন মাশরাফি-মুশফিক-মিরাজরা। মিরপুরে যখন ক্রিকেটারদের প্রস্তুতি চলছিল, তার আগেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তী সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। সকাল সাড়ে ৮টায়র দিকে পৃথিবীর মায়া ছেড়ে মহাযাত্রায় শামিল হয়ে যান জনপ্রিয় এই শিল্পী। স্কয়ার হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এক কান, দু’কান করে মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে, সারা পৃথিবীতে। ক্রিকেটাররা অনুশীলনে থাকলেও, তাদের কানে চলে গেলো খবরটা। একটা শোকাচ্ছন্ন পরিবেশ তৈরি হয় ক্রিকেটারদের মধ্যে। অনুশীলনের ফাঁকেই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে নিজেদের সেই শোকের বহিঃপ্রকাশ ঘটালেন ক্রিকেটাররা।

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খুবই মর্মাহত হয়েছেন বাচ্চুর মৃত্যুর খবর শুনে। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শোক প্রকাশ করতে গিয়ে দেন, ‘ফিলিং হার্টব্রোকেন’। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় একটি গানের তিনটি চরণ লিখে শোক প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে একা করে, চলে যাবো অন্ধ ঘরে, এই শহর গাড়ি-বাড়ি কিছুই রবে না।’

শোক প্রকাশ পেয়েছে ক্রিকেট দলের সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহীমের কাছ থেকেও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আইয়ুব বাচ্চুর একটি ছবি দিয়ে তিনি লিখেন, ‘কী এক দুঃসংবাদ শুনে দিনটা শুরু করতে হলো আমাদেরকে! ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার আত্মা শান্তি পাক।’

আইয়ুব বাচ্চুর সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন পেসার রুবেল হোসেন। সেখানে তিনি লিখেন, ‘ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। সত্যি মানতে পারছি না আমি। ছোটবেলা থেকেই জেমস ভাই, বাচ্চু ভাই এদের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান। সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম। আল্লাহ এটা কি হয়ে গেল! আসলে সবাইকে চলে যেতে হবে একদিন। এটাই বাস্তবতা তার জন্য সবাই দোয়া করবেন...। আল্লাহ যেন প্রিয় শিল্পী কে বেহেশত নসীব করেন আমিন।’

পেসার তাসকিন আহমেদ আইয়ুব বাচ্চুর একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে চোখ বন্ধ করা বাচ্চুর কপালের ওপর ক্যাপটা টেনে দেয়া। সেখানে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিয়ুন।’ এরপরই জুড়ে দেন আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘এই রূপালি গিটার’ গানের কয়েক লাইন, ‘এই রুপালি গিটার ফেলে, একদিন চলে যাব দুরে, বহুদূরে। সেদিন চোখে অশ্রু তুমি রেখো, গোপন করে...। উইল মিস ইউ, রেস্ট ইন পিচ লিজেন্ড।’

ক্রিকেটার সাব্বির রহমানও তার ফেসবুক পেজে গিটার হাতে আইয়ুব বাচ্চুর একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তার আত্মা শান্তি পাক।’

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App