×

জাতীয়

৩৩৫টি পদের চূড়ান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ১১:১৫ এএম

৩৩৫টি পদের চূড়ান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে
বাংলাদেশ পুলিশ সুপারনিউমারারির (সংখ্যাতিরিক্ত পদ) জন্য ৩৩৫ জনের চ‚ড়ান্ত তালিকা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ২৭ ইউনিটে ৩৩৫টি পদ সৃষ্টির জন্য তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনার পর যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখানে সায় মিললে যাবে অর্থ মন্ত্রণালয়ে। এরপর বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) ওইসব পদে পদায়ন ঠিক করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর শেষে দেশে ফিরলে ওই ফাইলের অগ্রগতি হতে পারে। সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, গত ১৫ অক্টোবর পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিবের কাছে পাঠানো সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টির জন্য অতিরিক্ত আইজিপি পদে পুলিশ হেডকোয়ার্টার্সে দুজন, এসবিতে দুজন, সিআইডিতে একজন, ৮ রেঞ্জে ৮ জন, পুলিশ স্টাফ কলেজে একজন, হাইওয়ে পুলিশে একজন, ট্যুরিস্ট ও নৌ-পুলিশে দুজন, ডিআইজি পদে পুলিশ হেডকোয়ার্টার্সে চারজন, এসবিতে দুজন, সিআইডিতে ৫ জন, ৮ রেঞ্জে ৩ জন, পুলিশ টেলিকম সংস্থায় ২ জন, ডিএমপিতে ৩ জন, সিএমপিতে একজন, পুলিশ স্টাফ কলেজে দুজন, হাইওয়ে পুলিশে একজন, এপিবিএনে একজন, পিআইবি ঢাকায় একজন, ট্যুরিস্ট পুলিশ দুজন, ও নৌ-পুলিশে দুজন, টিডিএস, ঢাকায় একজন, অতিরিক্ত ডিআইজি পদে পুলিশ হেডকোয়ার্টার্সে তিনজন, এসবিতে ছয় জন, সিআইডিতে ছয় জন, ৮ রেঞ্জে দুজন, পুলিশ টেলিকম সংস্থায় একজন, ডিএমপিতে ৬ জন, সিএমপিতে একজন, কেএমপিতে একজন, আরএমপিতে একজন, এসএমপিতে একজন, পুলিশ স্টাফ কলেজে দুজন, রেলওয়ে পুলিশে একজন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে একজন, হাইওয়ে পুলিশে একজন, ৪ পিটিসি (টাঙ্গাইল, নোয়াখালী, রংপুর ও খুলনা) একজন এবং পুলিশ সুপার পদে পুলিশ হেডকোয়ার্টার্সে ৩০ জন, এসবিতে ২০ জন, সিআইডিতে ২০ জন, ৮ রেঞ্জে ৫৭ জন, পুলিশ টেলিকম সংস্থায় একজন, ডিএমপিতে ৩৫ জন, সিএমপিতে পাঁচজন, কেএমপিতে তিনজন, আরএমপিতে দুজন, বিএমপিতে দুজন, এসএমপিতে চারজন, গাজীপুর মেট্রোতে দুজন, রংপুর মেট্রোতে একজন, সারদা পুলিশ একাডেমিতে দুজন, পুলিশ স্টাফ কলেজে দুজন, রেলওয়ে পুলিশে দুজন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে চারজন, হাইওয়ে পুলিশে তিনজন, এপিবিএন দুজন, পিআইবি, ঢাকায় ৩০ জন, ট্যুরিস্ট পুলিশে ৮ জন, নৌ-পুলিশে ৮ জন, ৪ পিটিসি (টাঙ্গাইল, নোয়াখালী, রংপুর ও খুলনা) তিনজনের চূড়ান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ৪ জুলাই পুলিশ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠানো পত্রে বলা হয়, পুলিশের ব্যাপক কর্ম সম্পাদন, নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা রক্ষায় তদারকি, ব্যবস্থাপনা এবং নেতৃত্বে ভূমিকা রাখার জন্য সুপারনিউমারারি পদ সৃষ্টি করা দরকার। তিন পৃষ্ঠার ওই চিঠিতে বলা হয়েছে, সচিব পদমর্যাদায় অতিরিক্ত আইজি (গ্রেড-১), অতিরিক্ত সচিব পদমর্যাদায় অতিরিক্ত আইজি (গ্রেড-২), যুগ্ম সচিব পদমর্যাদায় ডিআইজি (গ্রেড-৩), অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪), উপসচিব পদমর্যাদায় পুলিশ সুপার (গ্রেড-৫), সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬), সহকারী সচিব পদমর্যাদায় সহকারী পুলিশ সুপার (গ্রেড-৯) পদে পুলিশের মঞ্জুরিকৃত পদ রয়েছে ৩ হাজার ৩৪টি। (গ্রেড-১ পদমর্যাদায় ৩৮টি পদের বিপরীতে রয়েছে দুটি, গ্রেড-২ পদমর্যাদায় ২২৭টি পদের বিপরীতে রয়েছে ১৩টি, গ্রেড-৩ পদমর্যাদায় ৩৬৫টি পদের বিপরীতে রয়েছে ৬২টি, গ্রেড-৫ পদমর্যাদার ৮০৪টি পদের বিপরীতে রয়েছে ৩৬২টি।পুলিশের দাবি, সড়ক ও জনপথ, ফরেন সার্ভিস, শুল্ক ও আবগারি, কর ক্যাডারসহ অন্যান্য ক্যাডারদের তুলনায় বাংলাদেশ পুলিশের উচ্চতর পদে ব্যাপক ঘাটতি রয়েছে। এ অবস্থায় তারা ৪৯৫টি পদেই সুপারনিউমারারি চায়। পুলিশ হেডকোয়ার্টার্সের ওই চিঠি পর্যালোচনার পর গত ২৬ সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পত্র পাঠানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, জনস্বার্থে কোনো কোনো পদকে জরুরি ভিত্তিতে সুপারনিউমারারি পদ সৃজন করা প্রয়োজন তার সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ৩০ সেপ্টেম্বরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিবকে পাঠানো অপর এক পত্রে বলা হয়, ৫ ক্যাটাগরির ৪৯৫ জন কর্মকর্তাকে সুপারনিউমারারি/ইনসিটু পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য যাচাইবাছাই করে মতামত দিতে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবকে (পুলিশ) সভাপতি করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App