×

জাতীয়

রাজধানীতে বিষপানে গৃহবধূর ‘আত্মহত্যা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৫৬ পিএম

রাজধানীতে বিষপানে গৃহবধূর ‘আত্মহত্যা’

রাজধানীর শাহজাহানপুরে কীটনাশক পান করে স্বপ্না আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বপ্না জামালপুর সদর উপজেলার চরগারচর গ্রামের অাজমত অালীর মেয়ে। চার বছরের মেয়ে অারিফা ও স্বামী অারিফ হোসেনকে নিয়ে শাহজাহানপুর গরুর বস্তিতে বাস করতেন আর বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।

স্বপ্নার মা লায়লী বেগম জানান, বিকেলে স্বপ্নার বাসায় গিয়ে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বপ্নার মুখ থেকে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App