×

পুরনো খবর

প্রচারণায় ব্যস্ত আ.লীগ, কেন্দ্র্রের নির্দেশনার অপেক্ষায় বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ১১:৫৬ এএম

প্রচারণায় ব্যস্ত আ.লীগ, কেন্দ্র্রের নির্দেশনার অপেক্ষায় বিএনপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ আসনে ভোটের মাঠে এখন ব্যস্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ। অপরদিকে দলের চেয়ারপারসনের মুক্তির আন্দোলন ও জোট গঠন নিয়ে ব্যস্ত কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এ অবস্থায় মাঠ গোছানোর সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত এ আসনে চলছে আওয়ামী লীগের মিছিল, মিটিং, সমাবেশ ও ভোটকেন্দ্র কমিটি গঠন। জেলার সবচেয়ে বড় উপজেলা চরফ্যাশন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রয়াত মিয়া মো. নজরুল ইসলামের ছেলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। সরেজমিন গিয়ে জানা যায়, তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ আসন থেকে ২ বার নির্বাচিত হয়ে এলাকায় গড়ে তুলেছেন অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দির, নির্মাণ করেছেন আদালত ভবন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আর বিনোদনপ্রেমীদের জন্য নির্মাণ করেছেন সুউচ্চ জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার ও শিশুপার্ক। চরফ্যাশন পৌরসভাকে এ গ্রেড মানে উন্নীত করেন। চরফ্যাশন ও মনপুরার মানুষের নদীপথে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে লঞ্চ সার্ভিস চালু করেন। খাল-বিল-জলাশয় অবৈধ দখলমুক্ত করে খালের পাড়ে নান্দনিক সড়ক নির্মাণ করেন। এ ছাড়া নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ এবং পর্যটক আকর্ষণ করতে চরকুকরি-মুকরিতে আধুনিক থ্রি স্টার মানের গেস্ট হাউস, সুইমিংপুল ও হ্যালিপ্যাড নির্মাণ করেন । আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের এখন স্বপ্ন ভোলা জেলার বৃহৎ উপজেলা চরফ্যাশনকে জেলায় উন্নীত করা এবং এ অঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুলইসলাম ভিপি বলেন, চরফ্যাশন ও মনপুরা আসনে আমাদের একক প্রার্থী আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এখানে তার বিকল্প কেউ নেই। তিনি এ এলাকায় যে উন্নয়ন করেছেন তা এর আগে কেউ করেননি, শুধু উন্নয়নই নয়, বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন। তিনি এ আসনের পৌর, উপজেলা ও প্রতিটি ওয়ার্ড কমিটিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে পুনর্গঠন করেছেন। আমরা এখন নির্বাচনী মিছিল, মিটিং ও পথসভা করছি। কেন্দ্রের নির্দেশে ভোটকেন্দ্র কমিটি গঠন করছি। দলের নেতাকর্মীরাও যোগ্য প্রার্থী হিসেবে জ্যাকবকেই দেখছেন। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলহাজ নাজিম উদ্দিন আলম। নির্বাচন প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া জানান, চরফ্যাশন ও মনপুরা থেকে আলহাজ নাজিম উদ্দিন আলম তিনবার নির্বাচিত হয়েছেন। কিন্তু ক্ষমতায় ছিলেন মাত্র ৫ বছর। সে সময় বাজেট ব্যবস্থা কম থাকলেও বর্তমানের তুলনায় তিনিও কম উন্নয়ন করেননি। মসজিদ-মাদ্রাসা, স্কুল- কলেজ, ব্রিজ-কালভার্ট-রাস্তাঘাট অনেক করেছেন। তিনি বলেন, এ সরকারের বাজেট বেশি, তাই এ আসনের উন্নয়নও বেশি। দলের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা কেন্দ্রের নির্দেশ পেয়ে চরফ্যাশন ও মনপুরার সব কমিটিকে সুসংগঠিত করেছি। আমরা নিশ্চিত, আলহাজ নাজিম উদ্দিন আলম এখানে মনোনয়ন পাবেন এবং খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব ইনশাআল্লাহ। এদিকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আমি চরফ্যাশন ও মনপুরার তৃণমূলের সবার সঙ্গে যোগাযোগ করেছি। আমি ছাত্র রাজনীতি থেকে আজ যুবদলের কাজ করে যাচ্ছি। তাই দলের হাইকমান্ড আমাকে মনোনয়ন দিলে আমি শতভাগ আশাবাদী নির্বাচিত হব এবং চরফ্যাশন ও মনপুরার উন্নয়নে কাজ করে যাব। এ ছাড়া শুভেচ্ছা পোস্টার দিয়ে প্রার্থিতার আরো জানান দিচ্ছেন বিএনপির এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া ও জাপার মো. মিজানুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App