×

তথ্যপ্রযুক্তি

চীনের বাজারে ঢুকতে ‘ড্রাগনফ্লাই’ বানাচ্ছে গুগল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ০৩:২৮ পিএম

চীনের বাজারে ঢুকতে ‘ড্রাগনফ্লাই’ বানাচ্ছে গুগল
চীনের বাজারে ঢুকতে ‘ড্রাগনফ্লাই’ কোডনেম দিয়ে আলাদা একটি সেন্সরড সার্চ ইঞ্জিন তৈরি করছে গুগল।সার্চ জায়ান্টটির সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে সেন্সরড সার্চ অ্যাপটি ৯৯ শতাংশ প্রশ্নের সঠিক ফলাফল দিতে সক্ষম। সোমবার সানফ্রান্সিস্কোতে আয়োজিত উইয়ার্ডের ২৫ তম সামিটে এসব কথা বলেন তিনি। উইয়ার্ডের সামিটে সুন্দর পিচাই বলেন, আমরা আসলে দেখতে চাই চীনে গুগল থাকলে তা কেমনভাবে কাজ করতো। তাই আমরা অভ্যন্তরীণ একটি সার্চ ইঞ্জিন তৈরি করছি। তবে সার্চ ইঞ্জিন নির্মাণের প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।তিনি আরও জানান, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায় থাকায় এখনই বলা যাচ্ছে না এটার ভবিষ্যৎ কী। কিন্তু পরীক্ষা নিরীক্ষার ফলাফলে কী বের হয় তা জানাটা জরুরি।২০১০ সালে থেকেই চীনের বাজার গুগলের জন্য নিষিদ্ধ। তাই চীনের জন্য বিশেষায়িত সেন্সরড সার্চ ইঞ্জিনটি তৈরি করেছে গুগল।গত আগস্টে এ নিয়ে একটি খবর প্রকাশ করে ‘দ্য ইন্টারসেপ্ট’। এরপরই নিজ প্রতিষ্ঠানের কর্মীদের ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়ে গুগল।তারা মনে করছেন, এই সার্চ ইঞ্জিন তৈরির মাধ্যমে চীনের জনগণের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।চাইনিজ সংস্করণের সার্চ ইঞ্জিনটির কাজ শুরু হলেও চীন সরকার তাতে অনুমোদন দেবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App