×

খেলা

কঠোর অনুশীলনে মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:৩৬ পিএম

কঠোর অনুশীলনে মেয়েরা
বাংলাদেশের দুরন্ত মেয়েদের বিশ্রামের অবকাশ নেই। একের পর এক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্যধারা অব্যাহত রেখেছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ২৪ অক্টোবর থেকে তাজিকিস্তানের দুশানবেতে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব। এ টুর্নামেন্টে ভালো ফলাফলের লক্ষ্যে কঠোর অনুশীলন করছে লাল-সবুজের প্রতিনিধিরা। এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে ও স্বাগতিক তাজিকিস্তান। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ছয় দলের সঙ্গে সেরা দুই রানার্সআপ যাবে পরের রাউন্ডে। কাজটা যদিও কঠিন, কিন্তু তারপরও আশায় রয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন, আমাদের লক্ষ্য থাকবে তাজিকিস্তান ও চীনা তাইপেকে হারানো। কোরিয়াকে হারানো কঠিন। আমাদের মূল লক্ষ্য সেরা দুই রানার্সআপ দলের একটি হওয়া। মেয়েদের ধারাবাহিক উন্নতির ছাপটা তাজিকিস্তানে ধরে রাখার আশা রাখি। ৪-৩-৩ ফরমেশনে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ এর শিরোপাজয়ী দলের রক্ষণভাগের চার খেলোয়াড়ের উচ্চতা যেমন লম্বা, ঠিক তেমনি শারীরিকভাবে শক্তিশালী। দুই সেন্টারব্যাক আঁখি খাতুন ও মাসুরা পারভিনের উচ্চতা প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি। রাইটব্যাক শিউলি আজিমেরও তাই। সে তুলনায় লেফটব্যাক বড় শামসুন্নাহারের উচ্চতাটা কম। তবে ক্ষিপ্রতায় উচ্চতার ঘাটতিটা পুষিয়ে দেন কলসিন্দুরের এই মেয়ে। বাংলাদেশ দলের রক্ষণভাগের এই খেলোয়াড়ের নিচ থেকে খেলা তৈরি করতেও জুড়ি নেই। ২৪ অক্টোবর প্রথম ম্যাচেই আঁখি-মৌসুমীদের প্রতিপক্ষ শক্তিশালী কোরিয়া।এরপর ২৬ অক্টোবর তাইপে এবং ২৮ অক্টোবর তাজিকিস্তানের সঙ্গে খেলা। কোচ গোলাম রব্বানী ছোটন তাজিকিস্তানেই মেয়েদের আসল পরীক্ষা হবে বলে মনে করছেন, তাজিকিস্তানে আমাদের প্রথম লক্ষ্য হবে ভালো খেলা। ওখানে তিনটি দলই শক্তিশালী। কোরিয়া এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের রানার্সআপ। ওদের সঙ্গে আমাদের পার্থক্য আছে। কিন্তু আমাদের মেয়েরা কতটুকু উন্নতি করেছে, এটা দেখার ভালো পরীক্ষা হবে ওখানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App