×

জাতীয়

উত্তরখানে গ্যাস লাইন লিকেজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ১১:২৫ এএম

উত্তরখানে গ্যাস লাইন লিকেজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫
রাজধানীর উত্তরখানে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ পাঁচ জনের মধ্যে আফরোজা আক্তার পুর্নিমা (৩৫) ও ডাবলু (৩৩) নামের আরও দুজন মারা গেছেন। অগ্নিকাণ্ডে দগ্ধ পুর্নিমা মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডাবলু মারা যান বুধবার (১৭ অক্টোবর) সকাল ৮ টায়। অগ্নিদগ্ধ দুই জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল। তিনি জানান, পুর্নিমার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। ডাবলুর শরীরের পুড়ে যায় ৬৬ শতাংশ। এ নিয়ে এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। এর আগে মারা যান, আজিজুল ও মুসলিমা ও সুফিয়া বেগম। শনিবার(১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইন লিকেজের আগুনে একই পরিবারের আট জন দগ্ধ হন। এর মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। অন্যান্য দগ্ধরা হলেন, মৃত পূর্ণিমার ছেলে সাগর (১২), মৃত আজিজুলের বোন আনজুয়ারা (২৫), আব্দুল্লাহ (৫)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App