×

জাতীয়

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ১২:১৪ পিএম

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। প্রতিটি পূজামণ্ডপে ধূপ-ধুনো, বেল-তুলসি আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দনসহ ১৬টি উপাচার দিয়ে দেবী দুর্গাকে পূজা করা হবে। ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানও করা হবে আজ। সব পূজামণ্ডপে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আর্শীবাদ চেয়ে ভক্তরা অঞ্জলি প্রদান করবেন। এরপর মহাপ্রসাদ বিতরণ করা হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিতরা জানিয়েছেন, মহাসপ্তমীর সকালে আজ প্রথমেই চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। পুরাণ মতে, মহাসপ্তমীতে ভক্তদের কল্যাণ ও শান্তির আশীষ নিয়ে পূজার পিঁড়িতে বসেন হিমালয় নন্দিনী দেবী দুর্গা। দেহ শুদ্ধি, অঙ্গ শুদ্ধি সেরে শুরু হবে পূজা অর্চনা। বেজে ওঠবে ঢাক-ঢোল, খোল-কাঁসাসহ বিভিন্ন ধরনের বাদ্য-বাজনা।পূজামণ্ডপ গুলো শঙ্খধ্বনিতে মুখরিত হবে। তারপর সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে। এরপর দেবীর চরণে সব বয়সী ভক্তরা অঞ্জলি নিবেদন করবেন। পূজা শেষে দুপুরে দুঃস্থদের মাঝে বস্ত্র ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় আবারো পূজা অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে মহাসপ্তমীর পূজা। এরপর রাতে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা সম্পন্ন হবে। মহাসপ্তমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন পূজামÐপে দুঃস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হবে। ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীমন্দির,সিদ্ধেশ্বরী কালীমন্দির, গুলশান পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার মুহুর্মুহু বাজনায় আর ভক্তদের পূজা অর্চনা ও উচ্ছ্বাসে পূজামণ্ডপগুলো মুখরিত হবে। ভক্তরা আনন্দে, ভক্তিতে মাতোয়ারা ধূপদানি নিয়ে নেচে নেচে দেবী দুর্গাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। কল্যাণময়ী মায়ের পায়ের কাছে বসে জগতের সব প্রাণীর মঙ্গল কামনায় অঞ্জলি প্রদান করবেন। গেরুয়া পোশাকধারী পুরোহিতরা ভক্তদের মাঝে চরণামৃত বিতরণ করবেন। ষষ্ঠীপূজা সম্পন্ন : এদিকে গতকাল সোমবার দেবী দুর্গার ষষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পেরম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা এবং সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রতিটি পূজামণ্ডপে পুথি পাঠে মুখরিত হয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরগুলোতে ভক্তদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ ভক্তিমূলক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App