×

খেলা

প্রথম দিন শেষে ২৬২ রানে পিছিয়ে অজিরা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৫২ পিএম

প্রথম দিন শেষে ২৬২ রানে পিছিয়ে অজিরা
আবুধাবিতে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট। টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ২৮২ রানে অলআউট হয়েছে। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২০ রান তুলে প্রথম দিন শেষ করেছে। পাকিস্তানের চেয়ে এখনো তারা ২৬২ রানে পিছিয়ে রয়েছে অজিরা। মঙ্গলবার পাকিস্তান প্রথম ব্যাট করতে নেমে ৫ রানেই প্রথম উইকেট হারায়। এ সময় মিচেল স্টার্কের বলে মার্নাস ল্যাবাসচাগনির হাতে ক্যাচ দিয়ে আউট হন মোহাম্মদ হাফিজ (৪)। এরপর ফখর জামান ও আজহার আলী মিলে দলীয় সংগ্রহকে ৫৭ রান পর্যন্ত টেনে নেন। এই রানে পাকিস্তানের ইনিংসে রীতিমতো টর্নেডো হয়ে আঘাত হানেন নাথান লায়ন। কোনো রান না দিয়ে তিনি পাকিস্তানের চার-চারটি উইকেট তুলে নেন। মাত্র ১২ বলের মধ্যে কোনো রান যোগ না করেই ৪ জন ব্যাটসম্যান হারায় পাকিস্তান। দলীয় ৫৭ রানে আজহার আলীকে কট অ্যান্ড বোল্ড করেন নাথান লায়ন। পরের বলেই হারিস সোহেল উইকেটের পেছনে ত্রাভিস হেডের হাতে ক্যাচ দেন। এরপর ফিরে এসে আসাদ শফিককে ফেরান লায়ন। ওই ওভারেই বাবর আজমকে ফেরান অজি এই স্পিনার। তাতে ৫৭ রানেই চার-চারটি উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন ফখর জামান ও অধিনায়ক সরফরাজ আহমেদ। তারা দুজন ১৪৭ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ২০৪ রান পর্যন্ত টেনে নেন। এই রানে ল্যাবাসচাগনির বলে এলবিডব্লিউ হয়ে যান অভিষিক্ত ফখর। মাত্র ৬ রানের জন্য অভিষেক টেস্টে সেঞ্চুরি মিস করেন তিনি। ১৯৮ বল খেলে ৮টি চার ও ১ ছক্কায় ৯৪ রান করে যান। এরপর ২২৬ রানে বিলাল আসিফ ও ২৪৭ রানে সরফরাজ আউট হন। ফখরের মতো ৬ রানের আক্ষেপে পোড়েন পাকিস্তানের অধিনায়কও। ১২৯ বল খেলে ৭ চারে ৯৪ রান করেন সরফরাজ। এরপর ইয়াসির শাহর ২৮ ও মোহাম্মদ আব্বাসের ১০ রানে ভর করে ৮১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮২ রানে থামে পাকিস্তান। বল হাতে অস্ট্রেলিয়ার নাথান লায়ন ৪টি, মার্নাস ল্যাবাসচাগনি ৩টি, মিচেল স্টার্ক ২টি ও মিশেল মার্শ ১টি উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায়। মোহাম্মদ আব্বাসের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হন উসমান খাজা (৩)। ২০ রানের মাথায় দিনের শেষ বলে আব্বাস তার দ্বিতীয় শিকারে পরিণত করেন পিটার সিডলকে (৪)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App