×

বিনোদন

পর্দা নামল গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ০২:২০ পিএম

পর্দা নামল গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের
দুই বাংলার শিল্পীদের পারস্পরিক আত্মার বন্ধনকে দৃঢ় করতে সপ্তমবারের মতো আয়োজিত ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের পর্দা নামল। গত ৫ অক্টোবর থেকে গতকাল সোমবার পর্যন্ত ১১ দিনব্যাপী এ উৎসব চলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় নাট্যশালার সম্মুখ উন্মুক্ত প্রাঙ্গণে। উৎসব আয়োজনে সহযোগিতা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য সচিব আবদুল মালেক। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আহবায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন কেরামত মওলা, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ঝুনা চৌধুরী ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফ, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ ও আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ। সূচনা বক্তব্য রাখেন গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান। সমাপনী দিনে মুক্তমঞ্চে মূকাভিনয় পরিবেশন করে মাইম আর্ট ও মুক্তমঞ্চ নির্বাক দল। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন। একক সঙ্গীত পরিবেশন করেন বিশ্বজিৎ রায়। এ দিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করে ‘মর্ষকাম’। আনিকা মাহিন একার রচনায় এর নির্দেশনায় ছিলেন রোকেয়া রফিক বেবী। পরীক্ষণ থিয়েটার হলে ভিশন থিয়েটার মঞ্চস্থ করে ‘নৈশভোজ’। মনোজ মিত্রের রচনায় এর  নির্দেশনা দিয়েছেন গোলাম শাহরিয়ার সিক্ত। স্টুডিও থিয়েটার হলে রঙ্গপীঠ মঞ্চস্থ করে ‘মহেশ’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প গোলাম জিলানীর নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটকটি। সৈকত ও মাসুমের যুগলবন্দি : দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ালেন শিল্পী এবাদুল হক সৈকত এবং শিল্পী মো. মাসুম হোসেন। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে গতকাল বাংলাদেশের এই দুই শিল্পীর কত্থক নৃত্য ও সেতার বাদনের যুগলবন্দি অনুষ্ঠিত হলো। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী এবাদুল হক সৈকতের সেতার বাদন মুগ্ধ করেন শ্রোতাদের। শিল্পী এবাদুল হক ভারতে সেতার বাদনে উচ্চতর পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসে সেতার বাদনের প্রশিক্ষণ দিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন টেলিভিশনেও তিনি সেতার বাদন করে থাকেন। অপর শিল্পী মো. মাসুম হোসেন কত্থক নৃত্যে ছড়ান মুগ্ধতা। তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে উচ্চতর নৃত্য প্রশিক্ষণ নিয়েছেন ভারতের স্বনামধন্য নৃত্যগুরুর কাছে। দেশে ফিরে তিনি শাস্ত্রীয় নৃত্যের চর্চা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। এ দুই শিল্পীর পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত শ্রোতা-দর্শকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App