×

শিক্ষা

ঢাবির ‘ঘ’ ইউনিটে ফল প্রকাশ, পাসের হার ২৬.২১

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ০৭:০২ পিএম

ঢাবির ‘ঘ’ ইউনিটে ফল প্রকাশ, পাসের হার ২৬.২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় ২৬.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছরের তুলনায় এবার ‘ঘ’ ইউনিটে পাসের হার প্রায় দ্বিগুণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল প্রকাশ করেন। এ সময় ‘ঘ’ ইউনিটের সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার অংশ নেন ৭০ হাজার ৪৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৪৬৩ জন। প্রসঙ্গত, গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। একজন ভর্তিচ্ছুর মেসেঞ্জারে পরীক্ষার আগে ৯টা ১৭ মিনিটে উত্তরসহ পরীক্ষার ৭২টি প্রশ্ন পাওয়া যায়। এই প্রশ্নের সাথে ভর্তি পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। গত তিন বছরে ‘ঘ’ ইউনিটে পাসের হারের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫-১৬ সেশনে পাসের হার ছিল ৯.৯৪ শতাংশ, ২০১৬-১৭ সেশনে ৯.৮৩ শতাংশ, ২০১৭-১৮ সেশনে ছিল ১৪. ৩৫ ভাগ। ২০১৮-১৯ সেশনে পাসের হার ২৬.২১ শতাংশ। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যে এত বেশি পাসের হার কি প্রমাণ করে? এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, প্রশ্ন তুলন‌ামূলক সহজ হ‌য়ে‌ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App