×

খেলা

টাইগারদের প্রস্তুতি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:৪৮ পিএম

টাইগারদের প্রস্তুতি শুরু
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে নিজেদের ঝালিয়ে নিতে গতকাল প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রি?কেট স্টেডিয়ামে ২১ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফিরা মুখোমুখি হবে সফরকারী জিম্বাবুয়ের। মিরপুর মূল স্টেডিয়ামের পাশাপাশি ইনডোর আউটার এবং ইনডোরে স্কিল অনুশীলন করেছেন স্কোয়াডে থাকা স্টিভ রোডসের শিষ্যরা। টাইগার কোচ গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটেও ব্যাটিং অনুশীলন করিয়েছেন। সেখানে ব্যাটসম্যানদের সিঙ্গেলস রোটেট করতে বলা হয়। পিচের অদূরে জাল বেঁধে বিভিন্ন ফিল্ডিং পজিশন চিহ্নিত করে সেখানে বল পাঠাতে নির্দেশ দেন স্টিভ রোডস। তার নির্দেশ অনুযায়ী কাজও করেন ব্যাটসম্যানরা। ব্যাটিং ঝালিয়ে নেন অধিনায়ক মাশরাফিও। মাঝ উইকেটে কজন বাঁহাতি ব্যাটসম্যানকে নিয়ে নতুন ছকে ব্যাটিং অনুশীলন শিখিয়েছেন কোচ। ব্যাটসম্যানদের কাজ হবে শট খেলা নয়, দেখে ও বুঝে এক-দুই রান নেয়া। এই অনুশীলনে উপস্থিত ছিলেন দ্ইু বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও সুনীল যোশী। একাডেমির নেটে ব্যাটিং অনুশীলন শেষে দ্বিতীয় দফায় অনুশীলনের জন্য ব্যাটসম্যানরা সবাই চলে যান ইনডোরে। সেখানে বোলিং মেশিনে চলে ঘাম ঝড়ানো প্রস্তুতি। আর এর মধ্য দিয়েই শেষ হয়ে দিনের প্রথম সেশনের অনুশীলন। অন্যদিকে, ইনজুরির কারণে সাকিব আল হাসান না থাকায় টপঅর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের শূন্যতা তৈরি হয়েছে। এ ছাড়াও সাকিব তো একের ভেতরে তিন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে যিনি সব সময়েই অদ্বিতীয় তাই নির্বাচকরা এই শূন্যতা পূরণে চেষ্টা করছেন নতুন মুখ ফজলে রাব্বিকে দিয়ে। তিনি ব্যাটিংয়ের সঙ্গে বাঁহাতি স্পিনটাও পারেন। কিন্তু সাকিবের শূন্যতা কি পূরণ করতে পারবেন রাব্বি? অনুশীলনের প্রথম দিনে এমন প্রশ্নের চমৎকার উওর দিলেন রাব্বি। তিনি বলেছেন, সাকিব ভাইয়ের জায়গা নেয়া কারও পক্ষে সম্ভব না। আমি মূলত ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিং করতে বেশি ভালোবাসি। পাশাপাশি দলের প্রয়োজনে বোলিং করতে পারি। যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ভ‚মিকাটা পালন করার চেষ্টা করব। তবে সাকিব ভাইয়ের জায়গা নেয়া সম্ভব নয়, যেটা পারি সেটিই করার চেষ্টা করব। বাংলাদেশ দল নিজেদের অনুশীলন শুরু করলেও জিম্বাবুয়ে ক্রিকেট দল সব কিছু ঠিক থাকলে আজকে বাংলাদেশে আসবে। দুই দিন অনুশীলন করে ১৯ তারিখ বিকেএসপিতে খেলবে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ। ২১ তারিখ মিরপুরে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরে চট্টগ্রামে ২৪ ও ২৬ তারিখে হবে সিরিজের পরবর্তী দুই ওয়ানডে। প্রতিটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে মাহমুদ রাব্বি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App