×

খেলা

জয়াসুরিয়ার বিরুদ্ধে অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:৩৬ পিএম

জয়াসুরিয়ার বিরুদ্ধে অভিযোগ
একসময় ক্রিকেট বিশ্ব দাপিয়ে বেড়াতেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। নব্বইয়ের দশকে পিচে আগুন ঝরাতেন বোলার এবং ব্যাটসমানরা। তাদের মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য জয়াসুরিয়াকে মনে রেখেছেন সবাই। দেশের হয়ে ৪৪৫টি ওয়ানডে আর ১১০টি টেস্ট খেলেছেন তিনি এবং ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন। এ ছাড়াও মাতারা হারিকেন খ্যাতিপ্রাপ্ত সনাথ জয়াসুরিয়া শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে নির্বাচকের মতো বড় পদে দায়িত্ব পালন করেছেন। ক্রিকেটের একজন কিংবদন্তি তিনি। কিন্তু ৪৯ বছর বয়সী লঙ্কান সাবেক অধিনায়কের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তে বাধা এবং সহযোগিতা না করার জন্য দুটি অভিযোগ তুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির কাছে জবাবদিহি করতে হবে বিশ্ব ক্রিকেটের এক সময়ের বিধ্বংসী এ ওপেনারকে। আইসিসির এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও শ্রীলঙ্কার সাবেক প্রধান নির্বাচকের বিরুদ্ধে দুটি আইন ভাঙার অভিযোগ করা হয়েছে। প্রথম অভিযোগটি হলো- আর্টিকেল ২.৪.৬ ভাঙার দায়ে। এ আইনে বলা আছে, দুর্নীতিবিরোধী দলের (এসিইউ) তদন্তে সহযোগিতার ক্ষেত্রে উপযুক্ত ব্যাখ্যা না দিয়ে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা সহযোগিতা করতে রাজি না হওয়া। এসিইউ অনুরোধ করার পরও পরিপূর্ণ তথ্য ও প্রমাণ দিতে ব্যর্থ হলে আইন ভাঙা হয়েছে বলে ধরা হবে। জয়াসুরিয়ার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি করা হয়েছে ২.৪.৭ ধারায়। এ ধারার অভিযোগ হলো, এসিইউয়ের কোনো তদন্তে বাধা দেয়া বা দেরি করা, সেই সঙ্গে লুকানো, বিকৃত অথবা কোনো তথ্য বা ডকুমেন্ট ধ্বংস করা, যা কিনা তদন্তের সঙ্গে সম্পর্কিত। যা হতে পারত প্রমাণ। অথবা সেটা এন্টি করাপশন কোডের অধীনে দুর্নীতির কোনো প্রমাণাদি বের করায় সাহায্য করত। তবে নির্দিষ্ট কোন ঘটনায় জয়াসুরিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে তার কোনো ব্যাখ্যা আইসিসির বিবৃতিতে দেয়া হয়নি। তার বিরুদ্ধে করা এ দুটি অভিযোগের জবাব দিতে হবে ২৮ অক্টোবরের মধ্যে। এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App