×

খেলা

ইতালির কষ্টার্জিত জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ০২:৫১ পিএম

ইতালির কষ্টার্জিত জয়
পরপর পাঁচ ম্যাচে জয়বিহীন অবস্থায় মাঠ ছাড়ার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ইতালি। উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে গতকাল রবিবার পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে চারবারের বিশ^চ্যাম্পিয়নরা। অতিরিক্ত মিনিটের খেলায় ম্যাচের একমাত্র গোলটি করেন দলীয় ডিফেন্ডার ক্রিশ্চিয়ান বিরাগি। টুর্নামেন্টে মানচিনির শিষ্যদের এটিই প্রথম জয়। এদিকে একের পর এক ম্যাচে জিতেই চলেছে রোনালদোবিহীন পর্তুগাল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল রাতে স্কটল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। পর্তুগালের হয়ে একটি করে গোল করেন হেল্ডার কস্তা, এডার এবং ব্রæমা। স্কটল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন স্টিফেন। এ ছাড়া দিনের অন্য ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইসরায়েল। লিথুয়ানিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে মন্টিনিগ্রো। রাশিয়া বিশ^কাপে খেলার সুযোগ না পাওয়ার পর জেতার পথ যেন হারিয়ে ফেলেছিল রবার্তো মানচিনির শিষ্যরা। গতকালের আগে উয়েফা নেশনস লিগে কোনো ম্যাচেই জিততে পারেনি তারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোল ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে হেরেছে ১-০ গোলে। এদিকে গতকাল ঘরের মাটিতে জয়ের উদ্দেশ্যেই খেলতে নেমেছিল পোল্যান্ড। তবে স্বাগতিক সুবিধা নিতে পারেনি পোলিসরা। তাদের আক্রমণের পাল্টা আক্রমণ করে ইতালিয়ানরাও। তবে কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। প্রথমার্ধ গোলশূন্যতে শেষ করে দ্বিতীয়ার্ধে খেলতে নামে দুদল। অতিরিক্ত সময়ের খেলায় কর্নার থেকে আসা বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন ফিরোন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান বিরাগি। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। এ জয়ের ফলে নেশনস লিগে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইতালি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে পর্তুগাল। আর ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে পোল্যান্ড। এদিকে ফুটবল বিশে^র অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই একের পর এক ম্যাচ জিতেই চলেছে পর্তুগাল। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। এ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা। প্রথমার্ধের শেষ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় সফররত পর্তুগাল। এ সময় দলের হয়ে প্রথম মাঠে নামা হেল্ডার কস্তার পা থেকেই আসে ম্যাচের প্রথম গোলটি। শেষ দিকে ১০ মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে রাশিয়ায় শেষ ষোলো থেকে বিদায় নেয়া পর্তুগাল। দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটে রেনেতো সানচেসের ফ্রি-কিক থেকে পাওয়া বল হেড করে জালে পাঠান এডার। আর ৮৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করে ব্যবধান ৩-০ করেন ব্রুমা। অতিরিক্ত মিনিটের খেলায় স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন স্টিভেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App