×

জাতীয়

রাজশাহীতে ২৪ ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৮:৩৭ পিএম

রাজশাহীতে ২৪ ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড
রাজশাহীতে ডিগ্রি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে ২৪ ভুয়া পরীক্ষার্থীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাইফুল ইসলাম এই আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার শ্যামনগরের সাব্বির হোসেন, রাজশাহীর বাগমারা উপজেলার দক্ষিণ জামালপুরের মোস্তাফিজুর রজমান রনি, একই উপজেলার সাইধারার হোসেন আলী, বিষ্ণপুরের মতিউর রহমান, রক্ষিতপাড়ার ফিরোজুল ইসলাম, রাজশাহীর তানোর উপজেলার বনকেশর গ্রামের মিঠু রহমান, কাউসার হোসেন, ফারুক হোসেন ও আবদুস সালাম, রাজশাহী নগরীর কাদিরগঞ্জের আরিফুল ইসলাম, রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাকোয়ার মোত্তালেব হোসেন, রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুরের রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাহাপুরের আমিনুল ইসলাম, টাঙ্গাইলের নাগারপুর উপজেলার শাহজানীর আল আমিন, বগুড়ার ধুনট উপজেলার বেড়পাড়ার ইমরান আলী, কুষ্টিয়া সদরের পশ্চিম মজমপুরের জান্নাতুল ফেরদৌস, রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছির বেলাল হোসেন, একই উপজেলার ধোপাঘাটার ফিরোজ আহমেদ, বিহরীর সুমন রানা, চকবিহরীর ইলিয়াস সরদার, বিষহরা গ্রামের বৃষ্টি রানা, নওগাঁর মান্দা উপজেলার কটকতৈল মধ্যপাড়ার বুলবুল ইসলাম এবং একই উপজেলার সাটইলের সোহেল রানা মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই ডিগ্রি পাস ইংরেজি (বিষয় কোড-৩০৬) পরীক্ষায় রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে কারাদণ্ডপ্রাপ্তরা ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেন। ঘটনাটি কেন্দ্রের কক্ষ পরিদর্শকরা জানতে পারলে তা কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিবকে অবহিত করেন। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই দিন কলেজের উপাধ্যক্ষ মকবুল হোসেন বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দীন জানান, সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ মামলায় আসামিপক্ষে ছিলেন- আইনজীবী আমজাদ হোসেন ও আকতারুল আলম বাবু। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App