×

খেলা

মেসির না থাকা ফুটবলের জন্য দুঃখজনক : নেইমার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩৮ পিএম

মেসির না থাকা ফুটবলের জন্য দুঃখজনক : নেইমার
বিশ্ব ফুটবলে ফিরে আসছে আবারও সেই উত্তেজনা। মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর আগেই উত্তেজনা অনেকটা কমে গেছে, কারণ আর্জেন্টিনা দলের হয়ে খেলছেন না ফুটবল জাদুকর লিওনেল মেসি। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে চলা ম্যাচটি নিয়ে তাই হতাশ ব্রাজিল সুপারস্টার নেইমার। একসঙ্গে অনেকদিন বার্সেলোনায় খেলেছেন মেসি-নেইমার। দুজনের মধ্যে বন্ধুত্ব খুবই গাঢ়। পিএসজিতে চলে আসার পরও বার্সেলোনায় গিয়ে মেসির সঙ্গে দেখা করেছেন ব্রাজিল ফুটবলের ওয়ান্ডার বয়। বন্ধুর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার মজার চাইতে নেইমারের মনে হচ্ছে, মেসির এই ম্যাচে না থাকাটা ফুটবলের জন্যই দুঃখজনক ঘটনা। তিনি বলেছেন, 'এটা ফুটবলের জন্য দুঃখজনক। দীর্ঘ সময় ধরে মেসির পুরোটা আমাদের পেতে হবে। সে যত বেশি খেলে, ফুটবলপ্রেমীদের জন্য তত ভালো।' তবে মেসি না থাকলেও ম্যাচটির গুরুত্ব অস্বীকার করতে নারাজ ২৬ বছর বয়সী এই তারকা, 'আমি আমার সতীর্থদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের বলেছি যে পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে। কারণ আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দারুণ সব খেলোয়াড় নিয়ে তারা অসাধারণ একটা জাতীয় দল। দারুণ সব খেলোয়াড়ের মুখোমুখি হতে পেরে আমরা খুশি। এটা ফুটবলকে আরও সুন্দর করে তোলে।আশা করি, আমরা সেটা সর্বোচ্চ কাজে লাগাতে পারব। আর দলের জন্য নিজেদের সেরাটা দিতে পারব।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App