×

আন্তর্জাতিক

মেজর জেনারেলসহ ৭ সেনার যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৫:৩১ পিএম

মেজর জেনারেলসহ ৭ সেনার যাবজ্জীবন

ভুয়া এনকাউন্টারের নামে পাঁচ যুবককে হত্যার দায়ে ভারতের একটি সামরিক আদালত ৭ সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন দিয়েছেন।

এদের মধ্যে একজন মেজর জেনারেলসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে।

গতকাল রোববার ভারতীয় সেনাবাহিনী জানায়, চলতি বছরের ১৬ জুলাই সেনা কর্মকর্তাদের বিচার শুরু হয় এবং ২৭ জুলাই তা শেষ হয়। আর গত শনিবার সাজার রায় দেন সামরিক আদালত।

সেনা আদালত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকা, তথ্য গোপন করাসহ বিভিন্ন অভিযোগে দোষী সব্যস্ত করে মেজর জেনারেল একে লাল, কর্নেল টমাস ম্যাথু, কর্নেল আর এস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিংহ, ক্যাপ্টেন জগদেব সিংহ, নায়েক অলবিন্দর সিংহ ও নায়েক শিবেন্দর সিংহকে যাবজ্জীবন কারাদণ্ড ও অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন।

২৪ বছর আগে ইউনাইটেড লিবারেল ফ্রন্ট অফ আসামের (উলফা) জঙ্গি সন্দেহে পাঁচ যুবককে সেনা শিবিরে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে হত্যা করা হয়।

অভিযুক্তদের সাজা দিতে দুই যুগ লেগে যাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)।

বার্তা সংস্থার বরাত দিয়ে এনডিটিভি জানায়, ১৯৯৪ সালে সেনা কর্মকর্তারা একটি চা বাগানের কয়েকজন কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিন্সুকা জেলা থেকে নয় যুবককে তুলে নিয়ে যায়।

সৈন্যরা পাঁচ যুবককে উলফা জঙ্গি আখ্যায়িত করে ভুয়া এনকাউন্টারে তাদের হত্যা করে। অপর চারজনকে ছেড়ে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App