×

খেলা

মাশরাফিদের অনুশীলন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:০৭ পিএম

মাশরাফিদের অনুশীলন শুরু

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ উপলক্ষে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ সোমবার সকাল ৯টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু হয় টাইগারদের। আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে মাশরাফিদের ফিটনেস এবং কন্ডিশনিং ক্যাম্প।

প্রথম দিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হবে হবে স্কিল সেশন। পরে দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত স্ট্রেন্থ, কন্ডিশনিং এবং ফিল্ডিং সেশনে অংশ নেবেন মাশরাফি-মোস্তাফিজরা।

এর আগে গত ১১ সেপ্টেম্বর দলে নতুন মুখ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন মুখ হিসেবে ফজলে রাব্বি জায়গা পেয়েছেন।

ইনজুরির কারণে দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল দলের বাইরে। মাশরাফি-মুশফিক সদ্য সমাপ্ত এশিয়া কাপে ইনজুরিতে ভুগলেও রয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

২১ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচ ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App