×

আন্তর্জাতিক

ভারতে চলন্ত বিমান থেকে ছিটকে পড়লেন এয়ার হোস্টেস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ পিএম

ভারতে চলন্ত বিমান থেকে ছিটকে পড়লেন এয়ার হোস্টেস

ভারতে এয়ার ইন্ডিয়া এয়ার লাইন্সের এক বিমান থেকে ছিটকে নিচে পড়ে গেছেন এক এয়ার হোস্টেস। এ ঘটনায় ৫৩ বছরের ওই নারী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী এআই-৮৬৪ বিমানে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এ সময় বিমানটি মুম্বাইয়ের শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের প্রস্তুতি নিচ্ছিল।

তখন বিমানের দরজা বন্ধ করতে গিয়েছিলেন এয়ার হোস্টেস হর্ষা লোগো। কিন্তু তিনি নিজেই চলন্ত বিমানের দরজা দিয়ে নিচে ছিটকে পড়েন। এতে হাঁটু ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন হর্ষা। তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তারা এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছেন।

ভারতের সস্তা এয়ারলাইন্স হিসেবে পরিচিত এয়ার ইন্ডিয়ার বিমানগুলোতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। গত ৩ বছর আগে চলন্ত বিমানের ইঞ্জিন পরীক্ষার করতে গিয়ে নিহত হয়েছিলেন এক ইঞ্জিনিয়ার।

বৃহস্পতিবার উড্ডয়নের সময় বিমানবন্দরের সীমানা প্রাচীরে ধাক্কা খেয়ে জরুরি অবতরণে বাধ্য হয় দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বিমানটি ভেঙে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App