×

খেলা

বেড়েছে মিঠুনের আত্মবিশ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৩:৫৮ পিএম

বেড়েছে মিঠুনের আত্মবিশ্বাস
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে মোহাম্মদ মিঠুনের পথচলা ২০১৪ সাল থেকে। তবে গত চার বছরে জাতীয় দলের জার্সিতে মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলছেন তিনি। এর মধ্যে ৬টিই খেলেছেন কয়েক দিন আগে শেষ হওয়া এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের মধ্য দিয়ে যেন নিজেকে নতুনভাবে চিনিয়েছেন মিঠুন। এশিয়া কাপে ভালো পারফরমেন্স করা মিঠুন ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে। এশিয়া কাপে দলের বিপর্যয়ে দায়িত্বশীল ব্যাটিং, আগের মিঠুনের সঙ্গে এখনকার মিঠুনের পার্থক্য, কীভাবে নিজেকে পরিবর্তন করেছেন- এসব বিষয় নিয়ে গতকাল গণমাধ্যমে কথা বলেছেন মোহাম্মদ মিঠুন। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে দলের বিপর্যয়ে মুশফিকের সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত তৈরি করে দিয়েছিলেন মিঠুন। ম্যাচটিতে তার ব্যাট থেকে এসেছে ৬৩ রান। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের স্বীকৃতি পাওয়া ম্যাচটিতেও চাপের মুখে ৬০ রানের অসাধারণ এক ইনিংস খেলে সামর্থ্যরে প্রমাণ দেন মিঠুন। এমন পারফরমেন্সের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মিঠুনের জায়গা পাওয়াটা এক প্রকার নিশ্চিতই ছিল। নিজের পরিবর্তন বিষয়ে মিঠুন বলেন, আগে আমার মধ্যে জড়তা ছিল। এখন সেই জড়তা কেটে গেছে। এ সময় আসন্ন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে এই টপঅর্ডার ব্যাটসম্যান জানান, আমি স্ট্রোক খেলতে পছন্দ করি। বড় ইনিংস খেলতে গেলে স্ট্রোক খেলতে হবে এবং এটাই স্বাভাবিক। সাধারণত আমি পেস বোলিংয়ের বিপক্ষেই সাইড স্ট্রোক খেলতে পছন্দ করি। কীভাবে এ ক্ষেত্রে আরো দক্ষতা অর্জন করা সম্ভব এখন তা নিয়েই কাজ করছি। এশিয়া কাপে বেশ কয়েকবার সোজা বলে লেগ সাইডে শট খেলতে গিয়ে ব্যর্থ হয়েছেন মিঠুন। এ বিষয়ে তিনি জানান, আসলে চাপের মুখে ব্যাট করতে গেলে অনেক সময় সহজ বলও মিস হয়ে যায়। এটাই ক্রিকেট। আমি এখন এসব নিয়েই কাজ করছি। এ ছাড়া মিঠুন আরো বলেন, এখন আমার আত্মবিশ্বাস বেড়েছে। আগে খারাপ খেললেই জাতীয় দল থেকে বাদ পড়তে হবে এমন চিন্তা কাজ করত। কিন্তু এখন সেটা নেই। সত্যি বলতে, আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার ব্যাপারে আমি এখন বেশ আত্মবিশ্বাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App