×

তথ্যপ্রযুক্তি

পিক্সেল ফোনের ক্যামেরা অ্যাপে থাকবে মাইক্রোফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:৫১ পিএম

পিক্সেল ফোনের ক্যামেরা অ্যাপে থাকবে মাইক্রোফোন
ভ্লগারদের কথা ভেবে পিক্সেল ৩ সিরিজের ক্যামেরা অ্যাপে এক্সটার্নাল মাইক্রোফোন যোগ করতে যাচ্ছে গুগল।কিছু থার্ড পার্টি অ্যান্ড্রয়েড অ্যাপ যেমন ওপেন ক্যামেরায় এক্সটার্নাল মাইক রয়েছে। যা দিয়ে ভিডিও করার সময় অডিও রেকর্ড করা যায়। কিন্তু গুগলের স্টক অ্যাপে এই সুবিধা ছিলো না। যারা পিক্সেল ফোন দিয়ে নিয়মিত ভিডিও করে থাকেন তারা দীর্ঘ দিন ধরেই ক্যামেরা অ্যাপে এই ফিচার যুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন।গুগল ফোরামে পিক্সেলের ক্যামেরা অ্যাপের নির্মাতা দলের এক প্রকৌশলী জানান, পিক্সেল ৩ সিরিজ বাজারে আসার সময় (১৮ অক্টোবর) থেকেই এই আপডেট পাওয়া যাবে। মাইক সাপোর্ট পাওয়া যাবে পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল, পিক্সেল ৩, পিক্সেল ৩ এক্সএল এর ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে। তবে এ ক্ষেত্রে একটি কনভার্টারের প্রয়োজন হবে। পিক্সেল ও পিক্সেল এক্সএলে এর প্রয়োজন পড়বে না। কারণ এতে ৩.৫ এমএম হেডফোন জ্যাকের সাপোর্ট পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App