×

খেলা

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে চায় অস্ট্রেলিয়া

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১০:১১ পিএম

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে চায় অস্ট্রেলিয়া
এশিয়ার মাটিতে ২০১১ সালের পর টেস্ট সিরিজ জিততে চায় অস্ট্রেলিয়া। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট জিতে এশিয়ার মাটিতে দীর্ঘ দিনে জয় খড়া কাটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পাইন। সর্বশেষ ২০১১ সালে শ্রীলঙ্কা সফরে ১-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এখানকার পিচ কন্ডিশন ও আবহাওয়ার কারনে আর লংগার ভার্সনে জয়ের দেখা পায়নি অসিরা। এরপর অস্ট্রেলিয়া ২০১৩ সালে ভারতের কাছে ৪-০, ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে ২-০, ২০১৬ সালে শ্রীলঙ্কায় ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে। কেবলমাত্র গত বছরই বাংলাদেশ সফরে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করতে পেরেছে দলটি। তবে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে দুবাই টেস্টে জয়ের সমান এক ড্র পেয়েছে পাইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। জয়ের জন্য বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পঞ্চম ও শেষ দিনে অধিনায়ক এবং ১০ নম্বরে ব্যাট হাতে নামা নাথান লিঁওর ব্যাটিং দৃড়তায় শেষ ১২ দশমিক ২ ওভার ব্যাটিং করে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় সফরকারীরা। পাইন বলেন, 'অংশ নেয়া সব সিরিজই আমরা জিততে চাই। আমরা যা করি সেটার ওপরই আমরা মনোযোগ রাখতে চাই এবং পাঁচ দিনই ভালো করতে পারলে সত্যিই ম্যাচ জয়ের ভালো সুযোগ আমাদের আছে।' ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সঙ্গত কারণেই আমরা আত্মবিশ্বাসী। গত কয়েক দিন পর আমরা কিছুটা স্বস্তিতে আছি এবং এটা কিছুটা প্রচারনারও বিষয়। সুতরাং আমরা জানি নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে আমাদের ভালো সম্ভাবনা আছে এ টেস্ট জয়ের।' আবুধাবি টেস্টে পেসার মিচেল স্টার্ক খেলবেন জানিয়ে পাইন আরো বলেন,'বড় একটা মোমেন্টাম নিয়ে আমরা এ টেস্ট শুরু করছি এবং এ ধরনের কন্ডিশনে কি আশা থাকে সেটা ছেলেরা ভালো করেই জানে।' পাকিস্তান খুবই ভালো একটি দল স্বীকার করে পাইন বলেন,'তাদের দলে বেশ কয়েক জন ভালো ব্যাটসম্যান রয়েছে, বিশেষ করে এমন কন্ডিশনে। তাদের বিপক্ষে কোন বিষয়ে আমরা এগিয়ে আছি সেটা আমরা জানি এবং এ ধরনের কন্ডিশন ছাড়াও তারা চমৎকার একটি দল। ' দুবাই টেস্টে ওপেনার ইমাম উল হকের হাতের আঙ্গুলে চিড় ধরায় এ ম্যাচে দুটি পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে পাকিস্তান। ইমামের পরিবর্তে এ ম্যাচে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে ফখর জামানের। এছাড়া প্রথম টেস্টে উইকেট শুন্য থাকায় ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকেও বাদ দিচ্ছে পাকিস্তান। তার পরিবর্তে নতুন মুখ পেসার মির হামজা অথবা লেগ স্পিনার শাদাব খান দলে সুযোগ পেতে পারেন। ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাসে জঙ্গী হামলার পর থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলে আসা পাকিস্তান এখানে কেবল গত বছরই শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছে। দশটি সিরিজের মধ্যে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। হেরে যাওয়ার বিষয়ে কিছুটা শংকা ও চাপে থাকা পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, 'তেমন (ভয়) কিছু নয় এবং প্রথম টেস্ট আমরা কিভাবে খেলেছি আপনাদের সেটা লক্ষ্য করা উচিত। পুরো ম্যাচেই আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে তবে দুর্ভাগ্য আমরা জিততে পারিনি। দলের মানষিকতা বেশ চাঙ্গা আছে। ব্যাটসম্যানরা রান পেয়েছেন এবং বোলাররাও উইকেট পেয়েছেন। সুতরাং সিরিজ জিততে ভালো পরফরমেন্স করার বিষয়ে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App