×

খেলা

জিম্বাবুয়ে সিরিজের আগেই মনোবিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৩:৪২ পিএম

জিম্বাবুয়ে সিরিজের আগেই মনোবিদ
আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের পর মাসাকাদজাদের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন মনোবিদ আলী আজহার খান। এর আগেও টাইগারদের নিয়ে কাজ করেছেন তিনি। গত কয়েক বছর ধরে বেশ ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। বড় দলগুলোর বিরুদ্ধে জয় পাওয়াটা এখন অনেকটাই অভ্যাসে পরিণত করেছেন সাকিব-তামিমরা। এরপরও বেশকিছু সমস্যা রয়েছে। এ সমস্যাগুলো যতটুকু না টেকনিক্যাল তার চেয়েও বেশি মানসিক। হাইভোল্টেজ ম্যাচগুলোতে বারবার জয়ের কাছে গিয়ে হেরে যাওয়া, চাপের মুহূর্তে ভেঙে পড়া, মাঠের বাইরে কয়েকজন ক্রিকেটারের অনিয়ন্ত্রিত জীবনযাপনের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা তো রয়েছেই। এসব বিষয় বিবেচনা করে টাইগারদের জন্য একজন মনোবিদ আনার কথা গত কিছুদিন ধরেই ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ৩০ আগস্ট বিসিবির সভায় মনোবিদ আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। এ ছাড়া গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে শেষ ওভারে হেরে যাওয়ার পর একজন মনোবিদ আনলে উপকৃত হতে পারে দল এমন কথা জানিয়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বোর্ড সভাপতি নাজমুল হাসান ও ক্যাপ্টেন ম্যাশের কথা গুরুত্বের সঙ্গেই নিয়েছে বিসিবি। এর প্রমাণ বিসিবি ইতোমধ্যেই মনোবিদ নিয়োগের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচলানা বিভাগের প্রধান আকরাম খান বলেন, মনোবিদের সঙ্গে চ‚ড়ান্ত কথা হয়েছে। এ সময় মনোবিদের নামও প্রকাশ করেছেন আকরাম। তিনি জানান, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন মনোবিদ আলী আজহার। তিনি ২ দিন ক্রিকেটারদের সঙ্গে থাকবেন এবং তাদের নিয়ে কাজ করবেন। আকরাম আরো বলেন, যেহেতু আলী আজহার বাঙালি, তাই তার সঙ্গে আমাদের ক্রিকেটারদের বোঝাপড়া নিয়ে কোনো সমস্যা হবে না। কানাডা প্রবাসী আলী আজহার এর আগেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন। বিষয়টির প্রতি ইঙ্গিত করে আকরাম খান বলেন, অতীতেও তিনি আমাদের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন এবং আমরা এর সুফলও পেয়েছি। উল্লেখ্য, আজহার আলী ছাড়াও চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচ থাকাকালে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জোন্সি। এ ছাড়া ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগে সাকিবদের সঙ্গে কাজ করেছিলেন ভারতীয় মনোবিদ সৌমেন্দ্র সাহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App