×

খেলা

চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিল ওয়ালটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:০৭ পিএম

চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিল ওয়ালটন
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ব্যবস্থাপনায় গত ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাফ নারী চ্যাম্পিয়নশিপের খেলা ভুটানে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল দল অংশ নেয় এবং অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ উপলক্ষে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘ওয়ালটন গ্রুপ’ গতকাল বিকেল ৪টায় মতিঝিলের বাফুফে ভবনের কনফারেন্স রুমে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ মহিলা জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ মহিলা জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড়কে ১টি করে ফ্রিজ এবং দলের সব কর্মকর্তাকে ১টি করে স্মার্টফোন দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন ও সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী-এমপি। সূচনা বক্তব্যে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ এবং সাফ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন মেয়েদের অভিনন্দন জানান। তিনি বলেন, আরো ভালো খেলতে হবে এবং এরকমভাবে জয় ছিনিয়ে আনতে হবে। তাহলে আমরা আরো অনেক গিফট দিতে পারব। জয় ছাড়া কোনো কিছু নেই। মেয়েদের আসন্ন তাজিকিস্তান সফরের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আরো বলেন, টুর্নামেন্ট শেষ, এখন সামনে চোখ রেখে এগিয়ে যাওয়ার পালা। সামনে আরো কঠোর পরিশ্রম করতে হবে। বাফুফে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদ শিরোপাজয়ী মেয়েদের উৎসাহ দিয়ে বলেন, ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের ভবিষ্যতে আরো বড় উপহার দিয়ে পুরস্কৃত করবেন। অবশ্যই তোমরা সেটা অর্জন করতে পারবে। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী অতি সম্প্রতি প্রধানমন্ত্রী কর্তৃক ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিন খেলোয়াড়কে ফ্ল্যাট বরাদ্দ দেয়ার কথা উল্লেখ করেন। অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিয়ে বলেন, সাফল্যের কারণে পুরস্কারপ্রাপ্তিতে আমরা অনুপ্রাণিত হই, সামনে আরো ভালো করার চেষ্টা করব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাফুফে সদস্য মো. আমিরুল ইসলাম বাবু; এএফসি নির্বাহী সদস্য, ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ; বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি ও বাফুফে টেকনিক্যাল এন্ড স্ট্রাটেজিক ডিরেক্টর পল থমাস স্মাইলি উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App