×

বিনোদন

পূজার সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ০১:৪৯ পিএম

পূজার সিনেমা
এবার পূজায় বাংলা হিন্দি মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে বক্স অফিসে। এরই মধ্যে বাংলা ছবির রমরমা কিছু কম থাকবেনা। প্রায় হাফডজন ছবি মুক্তি পাবে বাংলায়। পূজার মেজাজে সিনেমার এই লড়াই দেখবে বক্স অফিস। ৫ অক্টোবর মুক্তি পেয়েছে হিন্দি ছবি ‘লাভরাত্রী ’, ‘অনুসন্ধান’। এরপরই গতকাল ১২ অক্টোবর এসেছে কাজলের ‘হেলিকপ্টার এলা’। তার পরই আসবে‘ নমস্তে লন্ডন-২’। পূজার বাংলা ছবির তালিকার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় প্রসেনজিত চট্টোপাধ্যায়ের ছবি ‘কিশোর কুমার জুনিয়র’। টিজারই বলেছে মিউজিকাল হতে চলেছে এই ছবি। এর পরই নাম নিতে হবে যিশু সেনগুপ্তর ‘এক যে ছিল রাজা’। যার ট্রেলার বেশ সাড়া ফেলেছে। এসেছে অনিন্দ চট্টোপাধ্যায়ের ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। প্রতি বছরের মতো অবির হাজির হয়েছেন ব্যোমকেশ এএ আরএখটি গল্প নিয়ে ‘ব্যোমকেশ গোত্র’। এর সঙ্গে রয়েছে দেবের রোমান্টিক কমেডি ছবি ‘হইচই আনলিমিটেড’। দেবের নাচ গান নিয়ে ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই ছবি। সঙ্গে থাকছে মিমি ও অঙ্কুশের‘ ভিলেন’। সব ছবিই মুক্তি পেেেয়ছে গতকাল ১২ অক্টোবর। এখন দেখার বিষয় পূজার মরসুমে এই ছবিগুলির হাড্ডাহাড্ডি লড়াইয়ে বক্সঅফিসের আশীর্বাদ কোন ছবি লাভ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App