×

আন্তর্জাতিক

নির্বাচনী সমাবেশে হামলায় আফগানিস্তানে নিহত ২২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ০৭:২৭ পিএম

নির্বাচনী সমাবেশে হামলায় আফগানিস্তানে নিহত ২২

আফগানিস্তানের নারী প্রার্থীর একটি নির্বাচনী সমাবেশে একটি বিস্ফোরক ভর্তি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিহতের সংখ্যা অন্তত ২২ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান।

২০ অক্টোবরের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটিতে আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।

শনিবার আফগানিস্তানে নির্বাচন সংশ্লিষ্ট হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। এদিকে জঙ্গিরা নির্বাচনকে কেন্দ্র করে হামলা বাড়িয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ জাওয়াদ হেজরি বলেন, উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারের নারী প্রার্থী নাজিফা ইউসেফিবেকের সমর্থকদের সমাবেশে একটি বিস্ফোরকভর্তি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ২২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক।

প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক হাফিজুল্লাহ্ সাফি জানান, এই ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হিরাতের ইনজিল জেলায় একজন প্রার্থীর নির্বাচনী অফিসে দুজন বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছে।

এই হামলায় নয় বছর বয়সী এক ছেলে ও এক নিরাপত্তা রক্ষী নিহত। এছাড়া অপর দুইজন আহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App