×

বিনোদন

জ্যোতি সিনহা এবার দুর্গা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ০১:২৬ পিএম

জ্যোতি সিনহা এবার দুর্গা
মঞ্চনাটকে অভিনয় করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন জ্যোতি সিনহা। যুক্ত আছেন মণিপুরি থিয়েটারের সঙ্গে। দলটির অন্যতম অভিনয়শিল্পী তিনি। পাশাপাশি মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করলেও টেলিভিশনের পর্দায় খুব বেশি অভিনয় করা হয়নি তার। এবারের পূজায় দুর্গারূপে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন এই গুণী শিল্পী। তাকে নিয়ে লিখেছেন শাহনাজ জাহান
এর আগে হমায়ুন ফরিদের পরিচালনায় শুভাশিস সিনহার লেখা ‘পাগলা হাওয়ার দিন’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন জ্যোতি। নাটকটি এনটিভিতে প্রচার হয়েছিল। এ ছাড়া টেলিভিশনের পর্দায় অভিনয় খুব বেশি করেননি। তবে মঞ্চনাটকে অভিনয় করে পেয়েছেন দেশজুড়ে খ্যাতি। টেলিভিশনের অনেক তারকা শিল্পীও জ্যোতির অভিনয়ের ভক্ত। এবারের দুর্গাপূজায় এটিএন বাংলার জন্য নির্মিত একটি খণ্ড নাটকে অভিনয় করলেন মঞ্চনাটকের এই গুণী শিল্পী। নাটকটিতে দুর্গার চরিত্রে দেখা যাবে তাকে। আগামী ১৭ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর রাত ১১টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায়। জ্যোতি সিনহা বলেন, ছোটবেলা থেকে বিজয়াতে বিটিভিতে দুর্গাপূজার নাটক দেখে আগ্রহ হতো। যদি এই ভূমিকায় অভিনয় করতে পারতাম? সেই স্বপ্ন বুঝি এতদিন পর এসে ধরা দিল। নবনাট থিয়েটারের রতন সাহা একদিন যোগাযোগ করে আমাকে এই কাজের জন্য আমন্ত্রণ জানান। আমিও সানন্দে রাজি হই। পরিচালনায় ছিলেন শ্যামল দত্ত এবং আমার সহযোগী অভিনেতা ছিলেন রামিজ রাজু ভাই। রতন সাহা নিজে মহিষাসুরের ভূমিকায় অভিনয় করেছেন। স্ক্রিপ্টটিতে মহিষাসুরকে বঞ্চিত শ্রেণির বিপ্লবী হিসেবে দেখানোর যে ক্ষীণ চেষ্টা আছে, খুব পছন্দ হলো। নাটকের সংলাপও সাহিত্যিক, সুন্দর। সবকিছু মিলিয়ে কাজটি আশা করি একটু অন্যরকমই হবে।’ এই অভিনেত্রী আরো বলেন, ‘বাংলার নারীর জীবনে দেবী দুর্গা এক ধরনের স্বাপ্নিক চরিত্র, যে ধারণ করে অপরিমেয় শক্তি। বাংলার নারী নিজের কাজের মাঝেই দুর্গার শক্তিকে প্রতিস্থাপন করে। আমিও তার ব্যতিক্রম নই। জীবনে চলার পথে শত ঘাত-প্রতিঘাতে আমার মনের ভেতর শক্তি হয়ে এসেছে দুর্গা। অলৌকিক দেবীত্বে নয়, তাকে নিতে চেয়েছি ভাবের সায়রে। পুরুষশাসিত সমাজে নারীর অস্তিত্বের মর্যাদা রক্ষায়, মমতাময়ী নারীরূপে, অন্যায়ের প্রতিবাদরূপে দুর্গা এক অনন্য রূপ।’ এবারের পূজায় মঞ্চনাটক নিয়েই ব্যস্ত থাকবেন জ্যোতি সিনহা। আগামী ১৮ অক্টোবর বনানী পূজামণ্ডপে মণিপুরি থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ‘কহে বীরাঙ্গনা’। পরদিন বিজয়া দশমীতে রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘কহে বীরাঙ্গনা’ নাটকের আরও দুটো প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জ্যোতি সিনহা বলেন, বিজয়া দশমীর দিন বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মঞ্চে আমরা ‘কহে বীরাঙ্গনা’ নাটকের দুটো প্রদর্শনী করব। এর আগের দিন বনানী পূজামণ্ডপে শো করব। আমাদের তিনটি প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানাই।’ মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে ‘কহে বীরাঙ্গনা’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মহাভারতের চার নারীর বঞ্চনা, প্রেম, করুণা আর প্রতিশোধস্পৃহাকে ‘কহে বীরাঙ্গনা’ নাটকে রূপায়িত করা হয়েছে। যার শেষ কথা হিংসা নয়, প্রেমেই মিলবে মুক্তি। নাটকটিতে একক অভিনয় করবেন জ্যোতি সিনহা। নাটকটির সঙ্গীতে আছেন শর্মিলা সিনহা, বিধান চন্দ্র সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা। ভাবমুদ্রা রূপায়নে রয়েছেন স্বর্ণালী সিনহা, অরুণা সিনহা, অনামিকা চ্যাটার্জী, শ্যামলী সিনহা। আলোক প্রক্ষেপণে মো. শাহজাহান মিয়া। দৃশ্যসজ্জায় আলী আহমেদ মুকুল, সজলকান্তি সিংহ। গুণী অভিনেত্রী জ্যোতি সিনহা ২১ বছর ধরে মণিপুরি থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। তিনি একাধারে অভিনেত্রী, নির্দেশক, কস্টিউম ডিজাইনার ও কোরিওগ্রাফার। অভিনয় করেছেন ২০টিরও বেশি নাটকে। এর মধ্যে কহে বীরাঙ্গনা, লেইমা, দেবতার গ্রাস, শ্রীকৃষ্ণ কীর্তন, ইঙাল আঁধার পালা, বিদেহ উল্লেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App