×

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের নতুন সিরিজ ০১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ০৯:২৮ পিএম

গ্রামীণফোনের নতুন সিরিজ ০১৩

এবার ০১৩ সিরিজের নম্বর বিক্রি শুরু করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। আজ রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রথম কল করে নতুন নম্বর সিরিজের উদ্বোধন করা হয়।

গ্রামীণফোন জানায়, এখন থেকে ০১৩ সিরিজের নম্বর বাজারে পাওয়া যাবে এবং ক্রেতারা এটি কিনতে পারবেন। এটির সেবা গ্রামীণফোনের অন্য নম্বরের মতোই হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল। তিনি বলেন, ‘গ্রামীণফোনকে নতুন নম্বর সিরিজ নিয়ন্ত্রক সংস্থা দিয়েছে, তবে সেটা তাদের অর্জন করতে হয়েছে।’ তিনি মোবাইল ফোন সেবার মান উন্নয়ন এবং নতুন প্রযুক্তি এলেও কর্মসংস্থান যেন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী ইয়াসির আজমান জানান, এখন গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৭ কোটি ১০ লাখ। চলতি বছরের মধ্যে তারা সারা দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেবেন। এখন দেশের ৯৯ শতাংশ মানুষ থ্রি-জির আওতায় এসেছে।

১৯৯৭ সালের ২৬ মার্চ গ্রামীণফোন যাত্রা শুরু করে। অপারেটরটি ০১৩১ ও ০১৩২ সিরিজে ২ কোটি নম্বর বরাদ্দ পেয়েছে। ০১৩ সিরিজের বাকি নম্বর বিটিআরসি এখনো বরাদ্দ দেয়নি। প্রয়োজন অনুযায়ী তা বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App