×

জাতীয়

ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ০৭:১৭ পিএম

ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার

বাংলাদেশে নিযুক্ত পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আর্ল আর মিলারের নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।

আজ শনিবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্ট অনুযায়ী, রাষ্ট্রদূত মনোনীত মিলারকে ঢাকায় আসার আগেই আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হবে। এরপর বাংলাদেশে এসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিক কাজ শুরু করবেন।

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন মিলার। সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য মিলার বর্তমানে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিন। ২০১৪ সাল থেকে ওই পদে রয়েছেন তিনি।

এর আগে, তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল হিসেবে (২০১১-২০১৪) দায়িত্বপালন করেছেন।

এছাড়া ভারতের নয়াদিল্লিতে (২০০৮-২০১১), ইরাকের বাগদাদে (২০০৭-২০০৮), এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় (২০০৪-২০০৭) আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেছেন। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিনিয়র আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে (২০০০-২০০৩) দায়িত্বপালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App