×

জাতীয়

বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন মুক্তিযোদ্ধা আফছার আলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৮, ০৫:৩৬ পিএম

বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন মুক্তিযোদ্ধা আফছার আলী
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউপির সানন্দবাড়ী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আফছার আলী লিভার ক্যান্সারে আক্রান্ত। অর্থাভাবে বিনা চিকিৎসায় বাড়িতে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন। জানা যায়, দীর্ঘ ৮ বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার আশিয়ান মিশন ক্যান্সার জেনারেল হাসপাতালের ডা. মেহেরুন নেছার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অর্থের অভাবে সেখানে চিকিৎসা করাতে না পেরে বাড়ি ফিরে আসেন। বর্তমানে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছেন। যৌবনে জীবনবাজি রেখে দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন আফছার আলী। মুক্ত করেন দেশকে। অর্থের অভাবে আজ বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন মুক্তিযোদ্ধা আফছার আলী। তার লিভার ফুলে বুক-পিট একাকার। কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করার আগেই বিড়বিড় করে বলেন বাবা, আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাও। এ ব্যাপারে তার স্ত্রী সখিনা বেগম বলেন, যতটুকু সম্পদ ছিল তা বিক্রি করে চিকিৎসা করেছি। এখন চিকিৎসার খরচ বহন করার মতো অর্থ নেই। তাই চোখের সামনে স্বামী বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় কাতরালেও আমার আর করার কিছুই নেই। তিনি আরো বলেন, কোনো মুক্তিযোদ্ধা, কমান্ডার কিংবা সরকারের পক্ষ থেকে কেউ তাদের খোঁজ-খবর নেয়নি। সরকারের প্রতি অসুস্থ স্বামীর চিকিৎসার সাহায্য কামনা করে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে চরআমখাওয়া ইউনিয়নের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সামছুল আলম মানবিক কারণে অসুস্থ মুক্তিযোদ্ধার জন্য সরকারিভাবে তার চিকিৎসার দায়িত্ব নেয়ার অনুরোধ জানান। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা অসুস্থ মুক্তিযোদ্ধাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App